মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে থাকে লিগগুলোর দর্শক সংখ্যা। ফুটবল, ক্রিকেট নাকি বাস্কেটবল, বিশ্বজুড়ে কোন লিগ সবচেয়ে বেশি জনপ্রিয় এ নিয়ে যেন তর্কের শেষ নেই। ২০২৫-২৬ মৌসুমের দর্শক জরিপে উঠে এসেছে চমকপ্রদ সব তথ্য। ফুটবলের জনপ্রিয়তার ভিড়ে বিশ্বের শীর্ষ ১০টি লিগের মধ্যে তৃতীয় স্থানে আইপিএল। আর প্রথম ও দ্বিতীয় স্থান দখল করে আছে যথাক্রমে ইংলিশ প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ।
মূলত, বিশ্ব ক্রীড়াঙ্গনের মুকুটহীন সম্রাট হিসেবে ফুটবলের রয়েছে আলাদা আধিপত্য। স্টেডিয়ামের গ্যালারি ছাপিয়ে টেলিভিশন সেট কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মেও বাড়ছে দর্শক সংখ্যা। ২০২৫-২৬ মৌসুমের এক জরিপে যেখানে উঠে এসেছে চমকপ্রদ সব তথ্য। বিশ্বের ১০টি জনপ্রিয় লিগের মধ্যে ৬টিই দখল করে রেখেছে ফুটবল। আছে ক্রিকেট-বাস্কেট বল-এনএফএল লিগও।
ফুটবলের রাজ্যে আলাদাভাবে জায়গা করে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ৩২০ কোটি দর্শক নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে ইপিএল। এর ঠিক পরেই ১৬০ কোটি দর্শক নিয়ে দ্বিতীয় স্থানে ইউরোপের ক্লাব সেরার লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ।
তবে ফুটবলের এই রাজত্বে বড় হানা দিয়েছে ক্রিকেট। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এখন বিশ্বের তিন নম্বর জনপ্রিয় স্পোর্টস লিগ। ৬৫ কোটি দর্শক নিয়ে আইপিএল পেছনে ফেলেছে স্প্যানিশ লা লিগাকে, যার দর্শক সংখ্যা ৬০ কোটি।
বাস্কেটবলের জাদুকরী লিগ এনবিএ রয়েছে তালিকার পাঁচ নম্বরে। ৫৫ কোটি দর্শক নিয়মিত উপভোগ করেন আমেরিকার এই বাস্কেটবল লড়াই। ষষ্ঠ স্থানে থাকা জার্মানির বুন্দেসলিগা দেখছে বিশ্বের ৪৫ কোটি মানুষ।
আমেরিকার আরেক জনপ্রিয় খেলা এনএফএল ৪১ কোটি দর্শক নিয়ে আছে সপ্তম স্থানে। আর ইতালিয়ান সিরি-এ এবং আমেরিকান বেসবল লিগ এমএলবি আছে যথাক্রমে অষ্টম ও নবম স্থানে। তালিকার ১০ নম্বরে ঠাঁই হয়েছে ফরাসি লিগ ওয়ান-এর, যার দর্শক ২১০ মিলিয়ন।
ডিজিটাল প্ল্যাটফর্ম এবং গ্লোবাল স্ট্রিমিংয়ের সহজলভ্যতাই এই দর্শক সংখ্যা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। মাঠের সীমানা ছাড়িয়ে প্রিয় দলের খেলা এখন পৌঁছে যাচ্ছে কোটি কোটি মানুষের হাতের মুঠোয়।
দর্শক সংখ্যার এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, খেলার মাঠ এখন আর শুধু স্টেডিয়ামে সীমাবদ্ধ নেই, বরং এটি পরিণত হয়েছে একটি বৈশ্বিক উৎসবে।


