
আন্তর্জাতিক ডেস্ক : বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে কাতারের কূটনৈতিক টানাপোড়েনে গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হলে বিশ্ববাজারে বেড়ে যেতে পারে গ্যাসের দাম।
লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের (এলএনজি) সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ কাতার। প্রতিবছর ৭৭ মিলিয়ন টন গ্যাস উৎপাদন করে দেশটি।
বিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র রয়েছে কাতার ও ইরানের যৌথ জলসীমায়। কাতারের মধ্যে পড়েছে বড় অংশ। কাতারি অংশে এই গ্যাসক্ষেত্রের নাম ‘নর্থ ডোম’। আর ইরানি অংশে এর নাম ‘সাউথ পার্স’। দুই দেশের জলসীমায় ভাগাভাগি হলেও বিশ্বে এনএনজির চাহিদার অধিকাংশ আসে এই গ্যাসক্ষেত্র থেকে।
ব্যাপক গ্যাসের মজুত ও এর ব্যবহার করে বিশ্বের ধনী দেশে পরিণত হয়েছে কাতার। এই গ্যাসের কারণেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে দেশটি। গ্যাস বিক্রির অর্থে গড়ে তুলেছে আধুনিক স্থাপনা ও অবকাঠামো। ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজন করছে তারা। এ লক্ষে অবকাঠামো খাতে প্রচুর বিনিয়োগ করেছে কাতার।
কাতারের জলসীমায় বেশ কিছু গ্যাসক্ষেত্র রয়েছে। এ বছরের এপ্রিল মাসে দেশটি ঘোষণা দেয়, বিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন বাড়াবে তারা। কাতারের উত্তরাঞ্চলীয় উপকূলে তাদের ‘নর্থ ডোম’ গ্যাসক্ষেত্রের অবস্থান।
কাতার পেট্রোলিয়াম জোর দিয়ে বলেছে, কাতারের সঙ্গে উপসাগরীয় আবর দেশগুলোর কূটনৈতিক সংকটের প্রভাব গ্যাস উৎপাদনে পড়বে না।