
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে এখন মুঠোফোনের জয়জয়কার। হাতের নাগালে দাম হওয়ায় কম বেশি সবার কাছেই একটা করে মোবাইল থাকে। যোগাযোগের এই মাধ্যমটি সবার কাছে খুব গুরুত্বপূর্ণ।
অথচ এক সময় ল্যান্ডলাইনও সহজলভ্য ছিল না। রাস্তার মোড়ে হলুদ টেলিফোন বুথ থাকত। কয়েন ফেলে কথা বলতে হতো সবাইকেই।
যুক্তরাজ্যে এমনই লাল রংয়ের অনন্য নকশার পাবলিক টেলিফোন বুথ আছে। যেগুলো এখন আর ব্যবহৃত হয় না। রাস্তার পাশে অব্যবহৃত হয়েই পড়ে থাকে। মোবাইল বিপ্লব এইগুলোকে এ অবস্থায় নিয়ে এসেছে। বন্ধ হয়ে যাওয়া এসব বুথের অনেকগুলোয় রাস্তা থেকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। যেগুলো এখনো আছে, সেগুলো ঘিরে পর্যটকদের আগ্রহ প্রবল।
অনেকেই এই বুথগুলোর সঙ্গে ছবি তোলেন, তোলেন সেলফিও। লাল বুথগুলোকে কেউ নিজেদের সংগ্রহশালায়ও রেখে দিচ্ছেন কয়েক হাজার পাউন্ড দিয়ে কিনে। তবে সবাই এক নয়, কেউ কেউ এটাকে রাস্তার ধারে কফি শপ কিংবা লাইব্রেরি হিসেবেও গড়ে তুলেছেন।
এন্টিক একটা চেহারা থাকায় টেলিফোন বুথের এই স্টলগুলো দারুণ ব্যবসা করে। অনেক বয়োবৃদ্ধ বৃটিশ আগ্রহ নিয়ে এসব বুথে কফি খান। কেউ কেউ বই পড়তেও আসেন।