
মোঃ আবু ছালেহ মুছা ও রবিউল ইসলাম, টঙ্গী থেকে ঃ
গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে ৫২ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আজ শুক্রবার থেকে শুরু। ১৫ জানুয়ারি রবিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে পরিসমাপ্তি হবে বিশ্ব ইজতেমা ২০১৭। ইজতেমা প্রথম পর্বে যে জেলগুলো অংশ গ্রহন করবে এবং কোন খিত্তায় অবস্থান করবেন এগুলো হচ্ছে। ঢাকা ১ থেকে ৫নং খিত্তা, টাঙ্গইল ৬ থেকে ৮ নং খিত্তা, ময়মনসিংহ ৯ থেকে ১১ নং খিত্তা, মৌলভীবাজার ১২ নং খিত্তা, বি,বাড়িয়া ১৩ নং খিত্তা, মানিকগঞ্জ ১৪ নং খিত্তা, জয়পুরহাট ১৫ নং খিত্তা, চাপাই, নবাবগঞ্জ ১৬ নং খিত্তা, রংপুর ১৭ নং খিত্তা, গাজীপুর-১ ১৮ নং খিত্তা, গাজীপুর-২, ১৯ নং খিত্তা, রাঙ্গামটি ২০ নং খিত্তা, খসড়াছড়ি ২১ নং খিত্তা, বান্দরবন ২২ নং খিত্তা, গোপালগঞ্জ ২৩ নং খিত্তা, শরীয়তপুর ২৪ নং খিত্তা, সাতক্ষীরা ২৫ নং খিত্তা ও যশোহর ২৬-২৭ নং খিত্তায় অবস্থান গ্রহন করবেন।
এবার ২০১৭ সালে ৫২তম ইজতেমার দুই পর্বে অংশ নেওয়া ৩২ জেলাগুলো হলো- ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপলগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, বাগেরহাট, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালি, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল ও সাতক্ষীরা।
৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৫ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ইজতেমা উপলক্ষে নির্মিত পুলিশের প্রধান কন্ট্রোল রুমের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে গাজীপুর পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার থেকেই ৬ হাজারের অধীক পুলিশ সদস্য ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে। এবার প্রথম ইজতেমা ময়দানে প্রতিটি খিত্তায় সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। এজতেমা ময়দান ও এর আশপাশের এলাকায় আমরা কোন অস্থায়ী দোকান এবং হকার বসতে দেয়া হবেনা। ইজতেমা ময়দানের আশপাশে প্রতিটি মোড়ে, প্রবেশ পথে ও গলিতে চেকপোষ্ট বসানো হয়েছে। এবার প্রথম বিশ্ব ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকায় পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে সিটি টিভির আওতায় আনা হয়েছে। ইজতেমায় আগত বিদেশী মুসল্লিদের জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ নিয়োজিত করা হয়েছে। ইজতেমা উপলক্ষে পুলিশের অত্যাধুনিক স্ট্রাইকিং মোবাইল টিম রয়েছে। পুলিশের একটি প্রধান কন্ট্রোল রুম ও ৫টি সাব-কন্ট্রোল রুমে সিটি টিভির মাধ্যমে ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকার নিরাপত্তা পরিস্থিতি স্বার্বক্ষনিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পুলিশের ৫স্তরের নিরাপত্তা ব্যবস্থায় প্রতিটি স্তরে একজন করে অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করছেন।
বিশ্ব ইজতেমার সার্বিক কার্যক্রম মনিটরিং এর জন্য গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর জেলা প্রশাসন, র্যাব, পুলিশ এবং আনসার ও ভিডিপি’র কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। ইজতেমায় দেশী-বিদেশী মুসল্লীদের স্বাগত জানিয়ে ১০টি তোরণ নির্মাণ করা হয়েছে। ইজতেমা ময়দানের সার্বিক নিরাপত্তা মনিটরিং করার লক্ষ্যে র্যাবের জন্য ১০টি ও পুলিশের জন্য ৫টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। ইজতেমায় আগত মুসল্লীদের ওজু, গোসল, পয়ঃনিষ্কাশন ও সুপেয় পানি সরবরাহের জন্যে ইজতেমা ময়দানে ১২টি গভীর নলকূপের মাধ্যমে প্রতিদিন ঘন্টায় ৩কোটি ৫৫লাখ গ্যালন সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ইজতেমা চলাকালে প্রতিদিন ২৫টি গার্বেজ ট্রাকের মাধ্যমে দিন-রাত বর্জ্য অপরাসণ কার্যক্রম নিশ্চিত করা হয়েছে। ইজতেমা ময়দানে ২৪টি ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনের ব্যবস্থা নেওয়া হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন ও গাজীপুর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা-চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, রাস্তার উপর পার্কিং করা গাড়ি সরানোর ব্যবস্থা নেয়া হয়েছে। সিনেমা হলগুলো বন্ধ এবং রাস্তার দুই পাশে দেয়ালের অশ্লীল পোষ্টার অপসারণ করা হয়েছে। ইজতেমা মাঠের চারপাশের রাস্তার ধূলাবালি নিয়ন্ত্রনে পানি ছিটানোর জন্য গাসিক এর পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।
গাজীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে ইজতেমা উপলক্ষে ১২জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত টঙ্গী ৫০ শয্যা হাসপাতালে স্বার্বক্ষনিক চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করে ইজতেমা ময়দানের জন্য ৫টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ২৫ জন সেনেটারি ইন্সপেক্টর ইজতেমা ময়দানে দায়িত্ব পালন করবেন। ১৪টি এম্বুলেন্স ইজতেমা ময়দানে আগত মুসল্লীদের সেবায় নিয়োজিত থাকবে।
বিশ্ব ইজতেমার দুইপর্বের প্রথম পর্ব শুরু হবে ১৩ জানুয়ারি এবং আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ১৫জানুয়ারি। মাঝখানে ৪দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে ২০জানুয়ারি এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে ২২জানুয়ারি। বিশ্ব ইজতেমা ময়দানে জেলাওয়ারি মুসল্লীদের জন্য স্থান (খিত্তা) নির্দিষ্ট করা হয়েছে। প্রথম পর্বে ২৭টি খিত্তা এবং দ্বিতীয় পর্বে ২৯টি খিত্তা স্থাপন করা হবে।
বিশ্ব ইজতেমা ২০১৬ প্রাসঙ্গিক কিছু কথা মহান সৃর্ষ্টিকর্তা পালন কর্তা মহান রাব্বুল ইজ্জত আলাহ তা’আলা মানব জাতীর সফলতা নিশ্চিত করেছেন পরিপুর্ন ইসলাম অনুযায়ী জীবন যাপনের মধ্যে আলাহ পাকের হুকুম অনুযায়ী জীবন যাপন করলে, পৃথিবীতে শান্তি সম্মান, নিরাপত্তা, বরকত ও পবিত্রতা অর্জিত হয় এবং চিরস্থায়ী জীবনে জান্নাতের অধিকারী হওয়াযায়। হজরত মোহাম্মাদ (সাঃ) এর সল্প সময়ের প্রচেষ্টায় মহান আলাহ পাক লক্ষাধিক সাহবা (রাঃ) এর জীবনে ইমান ও ইসলামের এমন গুণাবলী দান করেছেন, যা সারা দুনিয়ার জন্য আদর্শ হয়ে আছে।
মহান আলাহ ত’আলার দয়ায় দুনিয়াতে দাওয়াত ও তাবলীগ জামাতের মাধ্যমে মানব জাতীর মধ্যে ইসলাম পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে। গত ৪৭ বছর যাবত টঙ্গী তুরাগ নদী তীরে বিশ্ব ইজতেমাতে দেশ বিদেশের লক্ষ লক্ষ মুসলির তিন দিন ব্যাপি সৌহার্দ্যপূর্ণ জমায়েত হয়ে আসছে। মুসলিম উম্মার দ্বিতিয় বৃহত্তম এই জমায়েত থেকে মাঝে মাঝে কিছু সময়ের জন্য বের হয়ে মসজিদের পরিবেশ, দাওয়াত, তালিম, জিকির, নামায এবং খিদমতে মশগুল হওয়া প্রয়োজন। ঈমানিয়াত, ইবাদত, মোয়ামেলাত ও আখলাক অনুশীলনে শেষ নবী হযরত মোহাম্মাদ (সাঃ) এর উম্মতের জিম্মাদার হিসাবে তা মানব জাতির মধ্যে প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করা।
মহান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গীর এই বিশ্ব ইজতেমার ১৬০ একর ভুমি ইজতেমা কর্তৃপক্ষকে বরাদ্ধ দেন বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ইজতেমার অবকাঠামো উন্নয়নে প্রায় ২০০ কোটি টাকা বরাদ্ধ দেন। এবং তার সরকারের আমলে প্রতিটি ইজতেমায় আগত দেশ বিদেশি মুসলিদের সার্বিক নিরাপত্তা বিধানে সংশিষ্ট মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য আইন শৃংখলা বাহিনীকে নির্দেশ দেন। যার পরিপ্রেক্ষিতে অত্য সফলতার মধ্যে প্রতিটি ইজতেমা পালিত হয়ে আসছে।
বিশ্ব ইজতেমা ময়দানে এক মুসল্লির মৃত্যু
গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ব ইজতেমা ময়দানে ফজলুল হক (৫৬) নামে এক মুসল্লি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। নিহত ফজুলুল হক ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মারুয়া এলাকার মৃত আহমেদ আলীর ছেলে। তিনি ইজতেমা ময়দানে খিত্তা নং-১০,খুটি নং-২৫১৩তে অবস্থান করছিলেন। নিহতের ভাই হামেদ আলী জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার ভাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। বৃহস্পতিবার দুপুরে ইজতেমা ময়দানে নিহতের জানাযা শেষে তাকে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।