বিশ্ব ভোত্তা অধিকার দিবস আজ

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব ভোত্তা অধিকার দিবস আজ (১৫মার্চ)। বাংলাদেশসহ বিশ্বের ১২০টি দেশে ২৪০টিরও বেশি সংস্থা। কনজুমার্স ইন্টারন্যাশনা (সিআই) এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে সারা বিশ্বে।

এ বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‌‘মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী বিশেষ বা‌ণী দি‌য়ে‌ছেন। শীর্ষ স্থানীয় দৈনিক পত্রিকায় দিবসের প্রতিপাদ্যের ওপর বিশেষ বিজ্ঞাপন প্রকাশ করেছে।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা বলেন, দিবসটি একযোগে কেন্দ্রীয়, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে উদযাপন করা হবে। ভোক্তা দিবসটির উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, টক শো, জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, ভােক্তা-ব্যবসায়ী স্বার্থ সুরক্ষায় জাতীয় দৈনিক পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ, মােবাইল অপারেটরে মাধ্যমে ক্ষুদে বার্তা প্রেরণ, বহুল প্রচারের লক্ষ্যে ট্রাক শাে আয়ােজন, সড়কদ্বীপ সজ্জিতকরণ (স্বল্প পরিসরে), বাংলাদেশ টেলিভিশনে ‘ভােক্তা-অধিকার’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন, জেলা ও উপজেলা পর্যায়ে জেলা তথ্য অফিসের মাধ্যমে ভােক্তা-অধিকার’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

দিবসটি উদযাপনের অংশ হিসেবে ভোক্তা অধিদফতরের উদ্যোগে মূল অনুষ্ঠান হবে সোমবার বিকেল ৩টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শিল্পস‌চিব কে এম আলী আজম, এফবিসিসিআই সভাপ‌তি শেখ ফজলে ফাহিম, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাণিজ্য স‌চিব ড. মো. জাফর উদ্দীন।

এছাড়াও ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ভোক্তাদের সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।