ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৫ : বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের উদ্যোগে রাজধানীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনের এ উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মোঃ ফজলুল হক। তিনি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় প্রতিটি মানুষের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন সাধারণ মানুষের মাঝে মানবাধিকারের গুরুত্ব তুলে ধরে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জিয়াউল হাসান, পরিচালক ও তদন্ত বিভাগ, ঢাকা কেন্দ্রীয় । তিনি মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ ও সঠিক তদন্ত প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরেন।
ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি মোঃ রিপন মিয়া ও সাধারণ সম্পাদক এইচ এম জহিরুল ইসলাম আব্বাসী অনুষ্ঠানে বক্তৃতা দেন। তারা সমাজের সকল শ্রেণির মানুষের অধিকার রক্ষায় সংগঠনটির ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।
এছাড়াও দক্ষিণ অঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মানবাধিকার বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
ঢাকা কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানবাধিকার সুরক্ষায় ভবিষ্যতে আরও বিস্তৃত কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


