মেহেরপুর জেলার সংশ্লিষ্ট সকল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিকট
আসন্ন মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ড-এর একজন সদস্য পদপ্রাথী ৮নং ধানখোলা ইউনিয়ন পরিষদের সকল ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কে জানাই ফুলের শুভেছা ও অভিনন্দন।
মোঃ আঃ র্জ্জাাক
উন্নয়ন রুপকার সুযোগ্য সাবেক চেয়ারম্যান ৮নং ধানখোলা ইউপি।
৩- ৩বার জেলার শ্রেষ্ট চেয়ারম্যান নিবাচিত হন।
সরকারী ভাবে সিংগাপুর ও ফিলিপাইন সহ দুইটি দেশ সফর করেন।