দুবাইয়ে শুক্রবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে আইসিসির বোর্ড মিটিং। যেখানে নারী ক্রিকেট বিশ্বকাপ সম্প্রসারণ, অলিম্পিক্স এবং মিথালি রাজকে আইসিসি নারী ক্রিকেট কমিটিতে অন্তর্ভুক্ত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে আয়োজিত এই বোর্ড সভায় সব সদস্য দেশের ক্রিকেট বোর্ডের প্রধানরা উপস্থিত ছিলেন।
এই সভায় আলোচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এশিয়া কাপের সবশেষ আসরে জয়ী ভারত দলকে এখনো ট্রফি পৌঁছে না দেওয়া প্রসঙ্গে সৃষ্টি হওয়া দ্বন্দ্ব।
২৮ সেপ্টেম্বর এশিয়া কাপ ২০২৫ সালের টুর্নামেন্ট জিতেছে ভারত। পাকিস্তানের বিপক্ষে দারুণ সেই জয়ের পর দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নকভি ট্রফি নিজের কাছেই রেখে দিয়েছেন। ভারতের খেলোয়াড়রা নকভির হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার জানানোয় মূলত এমনটা ঘটেছে।
সূত্রের খবর অনুযায়ী, বিসিসিআই দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির এই সভায় বিষয়টি নিয়ে কথা বলেছে। আইসিসি বোর্ডের সকল সদস্যই উল্লেখ করেছেন, ভারত ও পাকিস্তান ক্রিকেট বিশ্বের গুরুত্বপূর্ণ অংশ। ফলে তাদের মধ্যে অতিদ্রুত এই দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। বোর্ড মিটিং শেষে একটি কমিটি গঠন করা হয়েছে যাতে দ্রুতই ভারতের হাতে ট্রফিটি পৌঁছে দেওয়া যায়।


