বিস্ফোরণে তদন্ত ক‌মি‌টি গঠন করা হ‌য়

নিউজ ডেস্কঃ গাজীপুর সি‌টি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় রাঁধুনি নামে খাবার হোটেলে বিস্ফোরণের ঘটনায় পাঁচ সদস্যের এক‌টি তদন্ত ক‌মি‌টি গঠন করা হয়েছে।

ঘটনার পর রোববার (৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে অ‌তি‌রিক্ত জেলা ম্যা‌জিস্ট্রেট শা‌হিনুর ইসলামকে প্রধান করে এ‌ ক‌মি‌টি গঠন করা হ‌য়।
অতি‌রিক্ত জেলা ম্যা‌জিস্ট্রেট শা‌হিনুর ইসলাম‌ জানান, শ‌নিবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে বোর্ডবাজার এলাকায় রাঁধুনি হোটেলে ‌বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। ঘটনা তদন্তের জন্য পাঁচ সদস্যের এক‌টি তদন্ত ক‌মি‌টি গঠন করা হয়েছে।

ক‌মি‌টির অন্য সদস্যরা হলেন- ফায়ার সা‌র্ভিসের একজন, ‌জিএম‌পি পু‌লিশের একজন, তিতাস গ্যাস ট্রান্স‌মিশন কোম্পানি লি‌মিটেডের একজন ও বিস্ফোরণ অ‌ধিদপ্তরের একজন প্র‌তি‌নি‌ধি।
ক‌মি‌টিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।