বিহারে বিধানসভা নির্বাচন: আরও কমলো মুসলিম বিধায়ক সংখ্যা

ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে কংগ্রেস–আরজেডি মহাজোটের ভরাডুবিতে ভূমিধস জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ২৪৩ আসনের বিহারের বিধানসভায় এবার মাত্র ১০ জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ২০২২-২৩ সালের বিহারের জাতগণনার জরিপ অনুসারে, বিহারের ১৩ কোটি ৭ লাখ জনসংখ্যার মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় ১৭ দশমিক ৭ শতাংশ। কিন্তু বিধানসভায় রাজ্যের প্রধান সংখ্যালঘু জনগোষ্ঠীর আনুপাতিক প্রতিনিধিত্ব নেই বললেই চলে।

প্রতিবেদনে বলা হয়, এবারের বিহারের বিধানসভা ভোটে শাসক এনডিএ এবং বিরোধী জোট, দুই পক্ষই মুসলিম প্রার্থীর সংখ্যা কমিয়ে দিয়েছিল। তাদের মধ্যে অধিকাংশই ভোটে পরাজিত হয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, নীতীশ কুমারের দল জেডিইউ এ বার চারজন মুসলিমকে প্রার্থী করেছিল। তাদের মধ্যে মাত্র একজন, নীতীশ মন্ত্রিসভার সদস্য মহম্মদ জামা খান জয়ী হয়েছেন। কৈমুর জেলার চৈনপুর আসন থেকে গতবারে বিএসপির টিকিটে তিনি জয়ী হয়েছিলেন। এবার দল পরিবর্তন করে জেডিইউতে যোগ দেন তিনি।

এনডিএ’র আরেক শরিক লোক জনশক্তি পার্টি একজন মুসলিম প্রার্থী দিলেও তিনি জিততে পারেননি। অন্যদিকে, তেজস্বী যাদবে আরজেডি ও তাদের সহযোগী কংগ্রেসের দু’জন করে মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে।

২০২০ সালের বিধানসভা ভোটে বিহারে ১৯ জন মুসলিম প্রার্থী জিতেছিলেন। বিধানসভায় আনুপাতিক প্রতিনিধিত্ব ছিল ৭ দশমিক ৮১ শতাংশ। তার আগে ২০১৫ সালের বিধানসভা ভোটে জিতেছিলেন ২৪ জন মুসলিম প্রার্থী। অর্থাৎ ৯ দশমিক ৮৭ শতাংশ। এবার তা নেমে এসেছে পাঁচ শতাংশেরও নিচে।

চলতি মাসে বিহারে দুই দফায় ভোট হয়। ৬ নভেম্বর প্রথম দফায় ১২১ আসনে ভোট অনুষ্ঠিত হয়। আর দ্বিতীয় দফায় ভোট হয় ১১ নভেম্বর। প্রায় ৬৭ শতাংশ ভোট পড়ে। বিহার বিধানসভার মোট আসন ২৪৩টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১২২ আসন।

সবশেষ তথ্য অনুযায়ী, এনডিএ জোট ২০২ আসনে জয় পেয়েছে। অন্যদিকে বিরোধী আরজেডি ৩৫ আসনে জয় পেয়েছে। এছাড়া বাকি ৬ আসনে জয় পেয়েছেন অন্যরা।

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস