বিড়ি শিল্পের ওপর আরোপিত কর কমানোসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনের হুমকি

নিজস্ব প্রতিবেদক : প্রস্তাবিত ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পের ওপর আরোপিত কর কমানোসহ পাঁচ দফা দাবিতে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।

শনিবার রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা এ হুমকি দেন।

বক্তারা সিগারেটের ওপর কর না বাড়িয়ে বিড়ির ওপর বাড়ানোর তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তা প্রত্যাহার করার দাবি জানান।

এ ছাড়া বিড়ি শিল্প বন্ধে অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, সব ধরনের বিদেশি সিগারেট বন্ধ, বিড়ি শ্রমিকদের কর্মসংস্থান নষ্টের ষড়যন্ত্র বন্ধ ও প্রতি হাজার বিড়ির মজুরি ৮০ টাকা করার দাবি জানান নেতারা।

এ দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের মাধ্যমে অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করা হবে বলে সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর মেসবাহ কামালের সভাপতিত্বে সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মনজুরুল আহসান খান, ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আমিন উদ্দিন বিএসসি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সাবেক সভাপতি ডা. ওয়াজেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।