
নিজস্ব প্রতিবেদক : বিড়ি শিল্প বন্ধ করা নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিড়ি শিল্প মালিক ও শ্রমিকরা।
সোমবার এক যৌথ বিবৃতিতে বিড়ি শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন সমিতির পক্ষ থেকে বলা হয়, রোববার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় মন্ত্রী ‘বিড়ি শিল্প দেশে আর থাকবে না’ মর্মে বক্তব্য রেখেছেন। এতে পরোক্ষভাবে সিগারেটের প্রতিই আনুকূল্য দেখাচ্ছেন তিনি।
বিবৃতিতে বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতি, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন এবং এর সাথে জড়িত অন্যান্য অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আরো বলা হয়, অর্থমন্ত্রী এসব বক্তব্যের মাধ্যমে আবারও প্রমাণ করলেন, তিনি বৃটিশ আমেরিকান টোব্যাকোর পক্ষে কাজ করছেন।
বিবৃতিতে নেতারা বলেন, এই শিল্পের সঙ্গে লাখ লাখ শ্রমিক জড়িত। যাদের বেশিরভাগই হতদরিদ্র, নদীভাঙা এলাকার মানুষ। সিগারেট ও বৃটিশ আমেরিকান কোম্পানির কথা শুনে বিড়ি শিল্প বন্ধ করে দিলে কর্মসংস্থান হারাবে লাখ লাখ শ্রমজীবী মানুষ।
উল্লেখ্য, রোববার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিসহ দেশীয় সিগারেট কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশে আর বিড়ি থাকবে না। এজন্য সরকার পলিসি গ্রহণ করেছে।