বিনোদন ডেস্ক : বর্তমানে ক্যারিয়ারের তুঙ্গে অবস্থান করছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড ছাড়িয়ে তার জনপ্রিয়তা এখন হলিউডেও। তাই এখনই ঘর বাঁধার কোনো ইচ্ছে নেই ৩৪ বছর বয়সি এ অভিনেত্রীর।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া।
মেয়ের বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে মধু চোপড়া বলেন, “আমি বিষয়টি নিয়ে এক সময় চিন্তা করতাম, এখন করি না। প্রিয়াঙ্কা আমাকে বুঝিয়েছে, সে অনেক সুখে আছে এবং আমার কাছে জানতে চেয়েছে, এতে আমি হতাশ কিনা। আমি তাকে বলি ‘না’। তখন সে বলেছে, ‘তাহলে আমাকে এভাবেই থাকতে দাও।’ তাই এখন এ বিষয়ে আমার কোনো চিন্তা নেই।”
‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের মাধ্যমে মার্কিন মুলুকে বেশ জনপ্রিয়তা পেয়েছেন প্রিয়াঙ্কা। সামনেই মুক্তি পাচ্ছে হলিউডে তার প্রথম সিনেমা বেওয়াচ। সিনেমাটিতে প্রিয়াঙ্কা ছাড়া আরো অভিনয় করছেন- ডোয়াইন জনসন, পামেলা অ্যান্ডারসন, জ্যাক এফরন, অ্যালেজান্ড্রা ডাডারিও এবং কেলি রোহরবাচ। ২০১৭ সালের ১৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।