বিয়ের একমাস পেরুতে না পেরুতেই টঙ্গীতে নববধূর আত্মহত্যা

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ বিয়ের এক মাস পেরুতে না পেরুতেই রহস্যজনক কারনে টঙ্গীর পাগার আলেরটেক এলাকায় শারমিন আক্তার (২০) নামের এক নববধু ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত এক মাস পূর্বে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার মোফাজ্জল হোসেনের সাথে শারমিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই দম্পতি চাকরির সুবাদে টঙ্গীর গোপালপুরে ভাড়া বাসায় বসবাস করে আসছিল। গত শব-ই-বরাতের আগে রাতে শারমিন তার নানি হাজেরা বেগমের আলেরটেকস্থ ভাড়া বাড়িতে বেড়াতে যায়। এক পর্যায়ে গতকাল সকালে তার নানি ও মা কাজে চলে গেলে ঘরের ভেতর থেকে দরজা আটকিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়াঁর সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে তার নানি ও মা কাজ থেকে দুপুরে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করতে থাকে। এতে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী থানার এসআই চন্দনসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহতের মা সেনোয়ারা বেগম জানান, হঠাৎ করে শারমিন কেন আতœহত্যা করেছে তা আমাদের জানা নেই। মেয়েটি আমাদের আগে কিছু জানায়নি। তবে সকালে মৃত্যুর খবর পেয়েও দুপুর ২ টা পর্যন্ত স্বামী বা স্বামীর বাড়ির কোন লোকজন দেখতে আসেনি।  এঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
নিহত গৃহবধূ নরসিংদী জেলার রায়পুরা থানার হাশিমপুর গ্রামের দারু মিয়ার মেয়ে।