বিয়ের কারণে বাড়ছে করোনা সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার তোক্কায়া না করে মহামারি একটু স্বাভাবিক হতে না হতেই দেশে দেশে চলছে বিয়ের উৎসব। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি নেই কোন রকম করোনা সচেতনতার বালাই। স্বাস্থ্যবিধি মানার কারণে অনেকটাই কমে আসছিল করোনার প্রকোপ। করোনাকে বৃদ্ধাগুলি দেখিয়ে অনেকে সেরে নিয়েছেন বিয়ে ও অন্যান্য সামাজিক আচার-অনুষ্ঠান। তাই ক্রমেই বৃদ্ধি পাচ্ছে সংক্রমনের হার। ভারতে করোনায় দৈনিক সংক্রমনের একের পর এক রেকর্ড। টানা কয়েকদিন ধরেই করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে দেখা গেছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ হাজার ৮৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। অন্তত চার মাসের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির পিছনে বিয়েবাড়ির মতো অনুষ্ঠানকেই দায়ী করছে ভারতের কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞদের প্যানেল।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বিয়েবাড়িতে বেশিরভাগ ক্ষেত্রেই করোনা সতর্কতা মানা হচ্ছে না। করোনার ক্ষেত্রে দূরত্ববিধি তো দূর, সামান্য মাস্কও পরেন না অতিথিরা। আর তার ফলেই এই ধরনের অনুষ্ঠান থেকে হু হু করে ছড়িয়েছে সংক্রমণ। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক পর্যালোচনায় উঠে এসেছে এমনই তথ্য।

ভারতের স্বাস্থ্যবিধী নিতিমালা প্রণয়ন বিষয়ক সদস্য ড. ভি কে পাল হিন্দুস্তান টাইমসকে জানান ‘সুপার স্প্রেডার অনুষ্ঠানের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে, বেশিরভাগ ব্যক্তিই অসচেতন। আমাদের বুঝতে হবে যে, সমাজের একটা বড় অংশে করোনা হলে ঝুঁকি অনেকটাই বেশি। বিশেষ করে গ্রামে। এত দূর এসে এভাবে হাল ছেড়ে দেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। আরও বেশ কিছু দিন এই ধরনের সুপারস্প্রেডার অনুষ্ঠান বন্ধ রাখা উচিত। নয়তো পরিস্থিতি আবার জটিল হতে পারে।’

বিয়েবাড়ি থেকে কিভাবে করোনা সংক্রমণ বাড়ছে? এমন প্রশ্নের উত্তরে একটি উদাহরণ তুলে ধরেন পাঞ্জাব প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তা ড. রাজেশ ভাস্কর।

তিনি বলেন, ‘অমৃতসরের একটি পরিবারের দিল্লিতে বিয়ের অনুষ্ঠান হয়েছিল। সেই একটা বিয়েবাড়ি থেকেই ৩৮ জন অসুস্থ হন। তাঁদের মধ্যে ২০ জনের রিপোর্ট পজিটিভ আসে।’

গত ১১২ দিনের মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটেছে ভারতে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, মহারাষ্ট্র, পাঞ্জাব, কেরালা, কর্নাটক এবং গুজরাটে গত কয়েকদিন ধরেই সংক্রমণের রেকর্ড হচ্ছে। মোট সংক্রমণের বেশিরভাগই ওই পাঁচ রাজ্যে।

গত ২৪ ঘণ্টায় ভারতে ১৯৭ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৫৯ হাজার ৭৫৫ জন। সরকারি হিসাব অনুযায়ী, গত তিন দিনেই দেশটিতে প্রায় এক লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৪০ হাজার ৯৫৩ এবং শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ৩৯ হাজার ৭২৬ জন। এর আগের দিন আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৮৭১ জন।