বিয়ের ঘোষণা দিলেন মান্দানা কারিমি

বিনোদন ডেস্ক : বিয়ের ঘোষণা দিলেন বলিউড অভিনেত্রী মান্দানা কারিমি। অনেক দিন ধরেই প্রেমে করছেন গৌরবের সঙ্গে। চলতি বছরের জুলাই মাসে এনগেজমেন্টও সেরেছেন এই জুটি। অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এ প্রসঙ্গে মান্দানা করিমি বলেন, ‘আমি কিছু কাজের প্রস্তাব পাচ্ছি। কিন্তু আমার কাছে বিয়ে ও পরিবার আগে। অনেকে আমাকে এর বিপক্ষে অনেক কথা বলেছেন। কিন্তু আমার কাছে বিয়ে আগে। আমি অসাধারণ ক্যারিয়ার চাই না। আমার এমন কোনো পরিবারও নেই যার সঙ্গে আমি আমার সাফল্য উপভোগ করতে পারব। তাই আমরা আগামী বছর বিয়ে করছি।’

‘গৌরব যখন আমাকে প্রোপোজ করেছিল তখনই ভেবেছিলাম, ও আমার চড়াই উতরাইয়ের সঙ্গী হবে। সবাই যখন আমাকে আবেদনময়ী বলে সেখানে ও আমার মধ্যে সেসবের বাইরে অন্য কিছু দেখেছিল। আমি ক্যারিয়ার গড়তে ভারতে এসেছিলাম। কিন্তু এখানে আমি আমার স্বপ্নের মানুষকে খুঁজে পেয়েছি।’ বলেন মান্দানা করিমি।

তবে বিয়ের দিন নির্ধারিত করে কিছু বলেননি এই অভিনেত্রী। ইরানি মডেল ও অভিনেত্রী মান্দানা করিমি। রিয়েলিটি শো বিগ বসের মাধ্যমে ভারতের শোবিজ অঙ্গনে পা রাখেন মান্দানা।