বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই বলিপাড়ায় উড়ছে। এছাড়া সম্প্রতি এ জুটিকে একসঙ্গেও দেখা যাচ্ছে। তাই তাদের বিয়ে নিয়েও শুরু হয়েছে নানা গুঞ্জন।
নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে আনুশকা শর্মা বলেন, ‘বিয়ের পরিকল্পনা রয়েছে, তবে কবে হবে তা জানি না। আমি এ নিয়ে এখন ভাবছি না। আমার জীবনে সবকিছুই স্বাভাবিক নিয়মেই করেছি। আমার এজেন্ডাতে বিয়ের ব্যাপারটিও আছে কিন্তু কখন হবে তা জানি না।’
তিনি আরো বলেন, ‘আমি মনে করি এখন অনেককিছু পরিবর্তন হয়েছে। অভিনেত্রীরা এখন বিয়ের পর, এমনকি সন্তান হওয়ার পরেও একই গতিতে কাজ করছেন। ইন্ডাস্ট্রিতে নারীদের সময় এখন ভালো যাচ্ছে। বিয়ের পর আমি স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে চাই।’
এদিকে বলিউডে ডিভোর্সের হার দিন দিন বেড়েই চলেছে। আনুশকা মনে করেন নারীরা এখন স্বাবলম্বী সে কারণেই হয়তো ডিভোর্সের সংখ্যা বাড়ছে।
আনুশকা বলেন, ‘আমি এখনো মনে করি বিয়ে একবারই হয় এবং এটিকে টিকিয়ে রাখতে হবে। ডিভোর্সের সংখ্যা বাড়ছে কারণ নারীদের চিন্তার পরিবর্তন হচ্ছে। পুরুষের সঙ্গে তাদের যে সমীকরণ তা আগের মতো নেই। নারীরা এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং তারা এখন শুধু নিজেদের জীবন সুরক্ষিত করার জন্যই বিয়ে করে না। তার এখন এমন কাউকে চাই যার সঙ্গে তার মিল আছে। আমি মনে করি, যে কোনো একজনকে বিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। প্রচেষ্টা ছাড়া কোনো সম্পর্কই টিকে থাকে না।’