
অনেকদিন আগে থেকেই গুঞ্জন রয়েছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। গুঞ্জন রয়েছে তার বাবা শক্তি কাপুরের বন্ধুর ছেলে রোহান শ্রেষ্ঠ’র সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন নায়িকা। যদিও এই বিষয়টি নিয়ে কখনোই তেমন মন্তব্য করেননি শ্রদ্ধা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে, চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী। শক্তি কাপুরের মন্তব্যকে উপেক্ষা করে এ তথ্য জানান গণমাধ্যম।
বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যাস্ত রয়েছেন শ্রদ্ধা,তাই কিছুদিন ধরেই সিনেমার খবরের আলোচনায় রয়েছেন নায়িকা। তবে সেই আলোচনাকে পেছনে ফেলে প্রেম- বিয়ের শিরোনামের তুঙ্গে রয়েছেন অভিনেত্রী।
এদিকে তার বাবা শক্তি কাপুর এক সাক্ষাতকারে বলেন, রোহান আমার বন্ধুর ছেলে তাই দুই পরিবারের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে অনেক আগে থেকেই। সেই দিক থেকে রোহান-শ্রদ্ধা অনেক ভালো বন্ধু তবে আমার ছেলে-মেয়ের জীবনসঙ্গী নিয়ে আমি কিছু ভাবছি না। ওরা নিজেরা যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব, কারণ আমার ছেলে-মেয়েকে নিয়ে আমি গর্বিত।
বিয়ে নিয়ে শ্রদ্ধা বলেন, আপাতত বিয়ে নয় কাজ নিয়েই বেশি ভাবছি, ভক্তদের অপেক্ষা করতে হবে যদি এমন কিছু ঘটে তবে নিজেই গণমাধ্যমে জানাবো বলে মন্তব্য করেন অভিনেত্রী। তবে বাবার বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করেননি শ্রদ্ধা।