বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

গ্রেফতার

রবিউল ইসলামঃ গাজীপুরের টঙ্গী আউচপাড়া এলাকায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে টঙ্গী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই যুবকের নাম আল আমিন ওরফে রাজু (২৯)। তিনি টাঙ্গাইলের ধনবাড়ি এলাকার চালাষ গ্রামের আবুল হোসেনের ছেলে।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, কলেজছাত্রীর সঙ্গে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল আল আমিনের। তারা টঙ্গীর আউচপাড়া এলাকায় একই বাসায় বসবাস করতেন। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দিয়ে কলেজছাত্রীকে (২০) ধর্ষণ করে আল আমিন। কিন্তু পরে সে ছাত্রীটিকে বিয়ে করতে অস্বীকার করে এবং তাকে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় স্থানীয়রা আল আমিনকে আটক করে। এ ঘটনায় গত ১৬ মে ছাত্রী বাদী হয়ে টঙ্গী থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নিয়ে আল আমিনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। পরে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।