বিয়ের প্রলোভন দেখিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, যুবক কারাগারে

জেলা প্রতিবেদকঃ বিয়ের প্রলোভন দেখিয়ে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে লালমনিরহাটে রাব্বি ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ এপ্রিল) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেষ দেন।

এর আগে মাদ্রাসাছাত্রী দায়ের করা মামলায় বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে রাব্বিকে আটক করে পুলিশ। তার বাড়ি পাটগ্রাম পৌরসভা এলাকায়। সে ওই এলাকার রহমত আলীর ছেলে।

পুলিশ জানায়, গত পাঁচ বছর আগে ওই ছাত্রীর (১৪) বাবা মারা যান। মা হোটেলে কাজ করেন ও বড় ভাই স্থানীয় বাজারে ঝালমুড়ি বিক্রি করেন। বাড়ি ফাঁকা থাকায় প্রতিবেশী রহমত আলীর ছেলে রাব্বি ইসলাম বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ করে। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

বিষয়টি জেনে গত ২০ মার্চ (শনিবার) রাব্বি জোর করে ওই ছাত্রীকে গর্ভপাতের ওষুধ খাওয়ায়। এতে ওই ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২২ মার্চ (সোমবার) পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে ওই ছাত্রী ৬-৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হন চিকিৎসকরা। পরে ছাত্রী স্বজনদের বিষয়টি খুলে বলে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তার ভাই মামলা করলে রাব্বিকে আটক করে পুলিশ।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘রাতে অভিযুক্তকে আটকের পর শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।’