বিনোদন ডেস্ক : গ্র্যাভিটি সিনেমা খ্যাত অস্কারজয়ী হলিউড অভিনেত্রী সান্দ্রা বুলক। শোনা যাচ্ছে, প্রেমিক ব্রায়ান র্যানডালকে বিয়ে করছেন তিনি।
ব্রায়ান পেশায় একজন ফটোগ্রাফার। ঘরোয়াভাবে তাদের বিয়ের পরিকল্পনা করেছেন এ জুটি। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ই! অনলাইন।
একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তারা একসঙ্গে যতটা সময় কাটাচ্ছেন এবং যে আচরণ করছেন তাতে মনে হচ্ছে- তারা বিবাহিত।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদেন আরো বলা হয়েছে, তাদের পারিবারিক বন্ধন খুবই দৃঢ়। পারিবারিক মূল্যবোধ সান্দ্রার কাছে অনেক বড় এবং তিনি তার সন্তানদের মূল্যবান বিষয়ে শিক্ষা দেন। ব্রায়ানও একই মূল্যবোধে বিশ্বাসী।
২০১০ সালের জুনে জেসে জেমসের সঙ্গে ছাড়াছাড়ি হয় সান্দ্রার। এরপর ২০১৫ সাল থেকে ৫০ বছর বয়সি ব্রায়ানের সঙ্গে প্রেম করছেন ৫২ বছর বয়সি এ অভিনেত্রী। তার দত্তক নেওয়া দুজন সন্তান ৬ বছর বয়সি ছেলে লুইস এবং ৪ বছর বয়সি মেয়ে লাইলা। অন্যদিকে আগের সংসারের একটি মেয়ে আছে ব্রায়ানের।