
রাজধানীতে বাসা ভাড়া নিয়ে নানান হেনস্তার শিকার হতে হয় ব্যাচেলারদের। আর সে ব্যাচেলর যদি হয় একজন নারী তাহলে তো সমস্যার অন্ত থাকেনা। একই সমস্যার শিকার হল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাও। তাই বাসা পেতে নতুন কৌশলের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এই অভিনেত্রী। একজনকে স্বামী বানিয়ে বাসা ভাড়া নিয়েছেন তিনি। এমন এক গল্প নিয়ে নির্মিত নতুন নাটক ‘ফেক হাসব্যান্ড’।
‘ফেক হাসব্যান্ড’ নামের নাটকটি নির্মাণ করেছেন মিঠু রায়। মূল চরিত্রে অভিনয় করেছেন প্রভা। আর তার ফেক স্বামীর ভূমিকায় থাকছে মনোজ প্রামাণিক। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কাজী উজ্জ্বল, পিন্টু আকুনজি, খাইরুল আলম টিপু, শারমীন সুলতানা শর্মী, কাজি সালিমুল হক কামাল, জান্নাতুল শ্রাবণী, রাইসুল ইসলাম, বরশা, রিংকু, স্বপন আহমেদ, মিজান রহমান, নয়ন, রাফি আহমেদ উৎসসহ আরও অনেকে।