বিয়ে নিয়ে মুখ খুললেন মৌনী রায়

চলতি বছরের শুরু থেকেই  গুঞ্জন শনা যাচ্ছে শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন মৌনী রায়। মৌনীর প্রেম কাহিনী নিয়ে চর্চার শেষ নেই মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়ায়।

অবশেষে সুরজের সঙ্গে নিয়ের বিয়ের জল্পনা নিয়ে মুখ খুলেছেন ছোট পর্দার ‘নাগিন’। দুবাইয়ের ইনভেসমেন্ট ব্যাংকার সুরজ নাম্বিয়ারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই বলি সুন্দরী।

এক সাক্ষাৎকারে মৌনী বলেন, ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করি আমি। যদি বিয়ে করি সারা বিশ্ব তা জানতে পারবে। বিয়ে নিয়ে আমার বক্তব্য এই টুকুই।

কিন্তু ইতিমধ্যেই হবু জামাই এবং তার পরিবারের সঙ্গে দেখা করেছেন মৌনীর মা। একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মৌনী ও সুরজ। তাই সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে দুই পরিবারই গত মাসে মন্দিরা বেদীর বাড়িতে দেখা করেছেন। মৌনীর খুব কাছের মানুষ মন্দিরা। মাস খানেক আগে সোশ্যাল মিডিয়ায় সুরজের পরিবারের সঙ্গে ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন মৌনী। সেখানে, সুরজের বাবা-মা’কে মম ও ড্যাড বলে সম্বোধন করতে শোনা যায় নায়িকাকে।

সুরজের বাবা-মায়ের সঙ্গে দারুণ বন্ডিং হওয়ার দরুণই বিয়েতে আর দেরি করতে চাইছেন না অভিনেত্রী। তাই চলতি বছরই এই ইনভেস্টমেন্ট ব্যাঙ্কারের গলাতেই মালা দেবেন মৌনী এই জল্পনা তুঙ্গে! এখন শুধু বিয়ের ঘোষণার অপেক্ষায় রয়েছেন নায়িকার অনুরাগীরা।