
গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনর্সান্স (বি.ওয়াই.এফ সি) র জাতীয় পরিচালক ড. পিটার হালদারের মাতা মেনোকা হালদার (৮৮) বাধর্ক্য জনিত কারনে সাভারে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বুরুয়াবাড়ী গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাধিত করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।