
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তলোয়ার চুরি মামলার সন্দেহভাজন প্রধান আসামি আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে কুমারখালী থানার পুলিশ শিলাইদহের নিজ গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করে। তবে চুরি যাওয়া তলোয়ার উদ্ধার করতে পারেনি পুলিশ।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মান্নানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরো জানান, তলোয়ার চুরি হওয়ার পর থেকে সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুল মান্নানকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। কিন্তু মামলার পর থেকে মান্নান পলাতক ছিলেন।
গত বছরের ৩০ মার্চ রাতে কুঠিবাড়ির দ্বিতীয় তলা থেকে চুরি হয় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত দুটি তলোয়ার। ঘটনার পাঁচদিন পর কুঠিবাড়িতে দায়িত্বরত কাস্টোডিয়ান মোখলেছুর রহমান বাদী হয়ে কুমারখালী থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।