বীরশ্রেষ্ঠ রউফের সমাধি রক্ষণাবেক্ষণে বিজিবির কমান্ডারের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ চিরনিদ্যায় শুয়ে আছেন হ্রদ-পাহাড় ঘেরা রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটের ছোট্ট একটি টিলায়।

যেখানে ১৯৭১ সালের ২০ এপ্রিল শত্রু বাহিনীর বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হন তিনি। নিজের প্রাণ উৎসর্গ করে বাঁচান ৮০ সহযোদ্ধার প্রাণ। সেই যুদ্ধের প্রত্যক্ষদর্শী পাহাড়ি তরুণ দয়াল কৃষ্ণ চাকমা। যুদ্ধ শেষে ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের মরদেহ সমাহিত করেন তিনি। পরম মমতায় দেখাশুনা করেছেন বছরের পর বছর। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের মেয়াদে এ বীরশ্রেষ্ঠের কবর চিহ্নিত করা হয়। হ্রদের অথৈ জলের মাঝখানে ছোট্ট একটি টিলার উপরে রয়েছে তার সমাধি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সেক্টরের দায়িত্ব নেওয়ার পর সেই সমাধির রক্ষণাবেক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেন কর্নেল মো. আশরাফুল ইসলাম। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযুদ্ধ এবং শহীদদের প্রতি তার শ্রদ্ধা এবং ভালোবাসায় তিনি এ কাজ করেন বলে জানান।

কর্নেল মো. আশরাফুল ইসলাম রাঙামাটি সেক্টরের দায়িত্ব নেওয়ার পর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধি রক্ষণাবেক্ষণের জন্য দুইজন লোক নিয়োগ দেন। তাদের বেতন-ভাতাদি এবং অন্যান্য সুবিধা বৃদ্ধি করেন। বীরশ্রেষ্ঠের সমাধির সংস্কার ও মেরামত কাজ ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মাধ্যমে যথাযথভাবে সম্পন্ন করেন।

সমাধি স্থলে আর্কাইভ, রিসোর্ট, টয়লেট, ক্যাফেটেরিয়া নির্মাণসহ সৌন্দর্য্য বর্ধনের উদ্যোগ নেন। শীঘ্রই রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে সঙ্গে নিয়ে এ কাজ শুরু হবে বলে জানান তিনি। এ কাজ সম্পন্ন হলে এটি পর্যটকদের বিনোদনের অন্যতম স্পট হিসেবে গড়ে উঠবে।

১৬ ডিসেম্বর বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে শ্রদ্ধা জানান কর্নেল মো. আশরাফুল ইসলাম। এ সময় লে. কর্নেল আশরাফুর রাহাত সিদ্দিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।