নিউজ ডেস্ক : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান দেশের অহংকার। আর ঝিনাইদহে তার জন্ম হওয়ায় ঝিনাইদহের মানুষ এই অহংকার একটু বেশিই করতে পারেন।
তাই তো হামিদুরকে তার জন্মস্থান খালিশপুর যথাযোগ্য মর্যাদা দিতে কখনোই কার্পণ্য করেনি। তার নামে স্কুল হয়েছে, কলেজ হয়েছে, একটি সড়ক হয়েছে, জেলা শহরে একটি স্টেডিয়ামও হয়েছে। সরকারিভাবেও যথেষ্ট মর্যাদা দেওয়া হয়েছে তাকে। এখন গ্রামবাসীর প্রাণের দাবি খালিশপুরের নাম রাখা হোক ‘হামিদনগর’।
এই খালিশপুরেই কেটেছে হামিদের ছেলেবেলা, কৈশোরের দুরন্তপনার দিনগুলোও । কর্মক্ষেত্রে যাওয়ার আগ পর্যন্ত যৌবনের সোনালী সময়টাও এই গ্রামে কাটে। স্বাভাবিকভাবেই গ্রামবাসীর ভালবাসাও আবর্তিত হয়েছে হামিদকে ঘিরে। শৈশব-কৈশোরের দুরন্তপনা যখন লাগাম ছেড়ে গেছে তখন বকা দিয়ে তার লাগাম টেনে ধরেছেন তারা। অফুরন্ত ভালবাসার এই জোর আছে বলেই তারা খালিশপুরকে হামিদনগর বলে ডাকার দাবি জানাতেই পারেন।
ঝিনাইদহ সদর থেকে মহেশপুর খুব একটা দূরে নয়, মাত্র ৪৬ কিলোমিটার। এই মহেশপুরের একেবারে ঘোর গ্রাম খোর্দ্দা খালিশপুর। এই গ্রামেই ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি জন্ম নেন হামিদুর রহমান। বেড়েও ওঠেন এই গ্রামেই। বাবার নাম আক্কাস আলী মন্ডল ও মায়ের নাম কায়েদাতুন্নেসা। চার ভাই ও তিন বোনের মধ্যে হামিদ ছিলেন মেজ।
ছেলেবেলায় খালিশপুর প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন তিনি। এরপর যান নাইট স্কুলে। বুঝতেই পারছেন, দরিদ্রতার সঙ্গে তার চলাচল হাত ধরাধরি করে। তাই পড়াশুনাও খুব একটা এগোয়নি। তবে এ কারণে দেশপ্রেমের কোনো ঘাটতি ছিল না তার মধ্যে। বরং একটু বেশিই ছিল। তিনি তার প্রমাণও দিয়ে গেছেন জীবন দিয়ে।
হামিদ সেনাবাহিনীতে সিপাহী পদে যোগ দেন ১৯৭০ সালে। তার প্রথম ও শেষ ইউনিট ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। সেনাবহিনীতে যোগ দেওয়ার পরই প্রশিক্ষণ নেওয়ার জন্য যান চট্টগ্রামের ইস্ট বেঙ্গল সেন্টারে। ২৫ মার্চ রাতে হানাদার বাহিনীর নির্মমতা দেখে সুপ্ত দেশপ্রেম জেগে ওঠে। বিদ্রোহী আত্মা বিদ্রোহ করে বসে পাকিস্তান সেনা বাহিনীর বিরুদ্ধে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে যোগ দেন মুক্তিযুদ্ধে।
১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী ধলাই নামের একটি স্থানে পাকিস্তান সেনাবাহিনীর একটি ঘাঁটি আক্রমণ করে বসে মুক্তিবাহিনী। অকুতোভয় হামিদের চমৎকার রণকৌশলের কাছে প্রায় বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তানিরা। সম্মুখ যুদ্ধে অসীম সাহসিকতার পরিচয় দেন তিনি। বীর বিক্রমে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎ একটি গুলি এসে লাগে তার বুকে। ঘটনাস্থলেই শহীদ হন হামিদ। পরে ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা গ্রামের একটি মসজিদের পাশে কবর দেওয়া হয় তাকে।
তিন দশকেরও বেশি সময় ধরে হামিদের দেহাবশেষ পড়েছিল বিদেশের মাটিতে। পরে ২০০৭ সালের ১১ ডিসেম্বর তার লাশ নিয়ে আসা হয় দেশের মাটিতে। যথাযোগ্য মর্যদায় তাকে সমাহিত করা হয় ঢাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।
২০০৮ সালের ৯ মার্চ শহীদ সিপাহী হামিদুর রহমান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের কমান্ডার বীর উত্তম মেজর জেনারেল সি আর দত্ত (অব.)। ওই উদ্বোধনী অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টা খালিশপুর গ্রামের নাম হামিদনগর রাখার ঘোষণা দিলেও আজো তা কার্যকর হয়নি।
বীরশ্রেষ্ঠ হামিদুরের ছোটো ভাই ফজলুর রহমান এ ব্যাপারে সরকারের সদিচ্ছাকেই দায়ী করেন।
এলাকার প্রাক্তন ইউপি চেয়াম্যান সাজ্জাদুল ইসলাম জানান, সম্প্রতি এখানে একটি ইকোপার্ক তৈরি করা হয়। কিন্তু সরকারিভাবে গ্রামের নাম হামিদনগর হয়নি।
বর্তমান ইউপি চেয়ারম্যান আরফিন চৌধুরী লোটান জানান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে যে সড়কটির নামকরণ করা হয়েছে সেটি এখনো পাকা হয়নি। হামিদনগর নামে এখনো কাগজপত্রও তৈরি হয়ে আসেনি।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান জানান, গত ২৮ অক্টোবর ছিল বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী। সে দিনই ৩৪ বিঘা জমির ওপর তৈরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ইকোপার্কের উদ্বোধন করা হয়।
তিনি বলেন, তার নামে গ্রামটি সরকারিভাবে নামকরণ করার গেজেট হলেও এখনো আমাদের কাছে কোনো কাগজপত্র আসেনি। কাগজপত্র আসলেই তা দ্রুত বাস্তবায়ন করা হবে।