
ক্রাইমপেট্রোলবিডি ডেস্ক : প্রখ্যাত লেখক ও মহান মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা রমা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধে ‘একাত্তরের জননী’ খ্যাত রমা চৌধুরীর ত্যাগ ও সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শেখ হাসিনা প্রয়াতের বিদেহী আত্মার পরলৌকিক শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। রমা চৌধুরী সোমবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (৭৯) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তথ্যসূত্র : বাসস