ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন আর নেই

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন আর নেই।

আজ রোববার ভোরে কলারোয়ায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। বার্ধক্যজনিত নানা রোগ জটিলতায় ভুগছিলেন তিনি, প্যারালাইসড অবস্থায় তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন।

১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ চলাকালে মোসলেম উদ্দিন ৯ নম্বর সেক্টরে কমান্ডারের দায়িত্ব পালন করেন। তখন থেকে তিনি ‘মোসলেম কমান্ডার’ নামে সমধিক পরিচিত ছিলেন। তাঁর ছেলে বিপ্লব হোসেন কলারোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মেয়ে সুরাইয়া ইয়াসমিন কাজিরহাট কলেজের প্রভাষক।

বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের মৃত্যুর খবরে জেলায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তাঁকে শেষবারের মতো দেখার জন্য মুক্তিযোদ্ধা, অগনিত শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও সমাজের সর্বস্তরের মানুষ তাঁর বাড়িতে সমবেত হয়েছেন।

জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার প্রস্তুতি চলছে।