বীর শহীদ নাঈমাদের আত্মত্যাগে আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছি: এস এম জাহাঙ্গীর

রেজাউর রহমানঃ বীর শহীদ নাঈমাদের আত্মত্যাগে আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানে আন্দোলনে প্রথম বীর নারী শহীদ নাঈমা সুলতানা। আজ নাঈমার মতন বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। এই ১৭ বছরের পুঞ্জীবিত ক্ষোভ জুলাই আগস্টে এসে বিস্ফোরিত হয়েছে।

১৯ জুলাই শনিবার রাজধানীর উত্তরার বাদ আছর জুলাই গণ-অভ্যুত্থানে প্রথম নারী শহীদ মাইলস্টোন স্কুলের দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী নাঈমার সুলতানা প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে এসব কথা বলেন ঢাকা ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক এস এম জাহাঙ্গীর।

এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সব সময় বীর শহীদদের পরিবারের খোজ খবর নিয়েছেন এবং এখনো নিচ্ছেন। বিএনপি ক্ষমতায় আসলে শহীদের পূর্ণ মর্যাদা এবং প্রাপ্তি প্রদান করবে। আপনারা শহীদ পরিবারগুলো খোজ খবর রাখুন। শহীদ পরিবারগুলোর অবদান আপনার আমার থেকে অনেক বেশি।

এসময় শহীদ নাঈমা সুলতানা মা বিএনপি প্রতিকৃজ্ঞতা প্রকাশ করেন এবং জুলাই হত্যাকান্ডের বিচার দ্রুত শেষ করতে সরকারের প্রতি আহবান জানান।

বিএনপি আয়োজনে এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির আহবায়ক মেজবাউদ্দিন খোকন, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ন আহবায়ক আলাউদ্দিন আহাম্মেদ, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ন আহবায়ক মো. ফিরোজ আলম, উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস মওজুমদার, উত্তরা থানার সাবেক যুগ্ন আহবায়ক নুরুল আফছার, ৯নং সেক্টর ইউনিট বিএনপির সভাপতি গোলাম মোস্তফা।