
নিউজ ডেস্ক : বুকে তখন আবেগ টগবগ করে ফুটছে। পাকিস্তানি বাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে নিরীহ মানুষজনের ওপর অত্যাচার-নির্যাতন-হত্যা শুরু করে দিয়েছে। হানাদার পাকিস্তানিদের বিরুদ্ধে লড়তে মাগুরার শ্রীপুর কলেজের বিপুল সংখ্যক ছাত্রসহ বিভিন্ন এলাকার তরুণরা এগিয়ে এসেছে। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মাগুরায় এমএনএ, এমপিএর নেতৃত্বে গঠন করা হলো সংগ্রাম কমিটি । আর মুক্তিযুদ্ধের প্রশিক্ষণের জন্য স্থানীয় আনসার ক্যাম্পে চালু হলো প্রশিক্ষণ শিবির। কিন্তু হায়! পাকিস্তানিদের হামলা আর নৃশংসতার মাত্রা বাড়তে শুরু করলে ওই কমিটির বেশির ভাগ নেতা চলে যান ভারতে। ক্যাম্পের অধিকাংশ যোদ্ধাও নেতাদের দেখানো পথেই চলে গেলেন। ক্যাম্পটি তখন পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম ।
এমন পরিস্থিতিতে হাল ছেড়ে বসে থাকেননি একজন ব্যক্তি। ক্যাম্পে থাকা ছয়টি রাইফেল, নিজের একটি চায়নিজ রাইফেল , একটি ওয়্যারলেস সেট আর ছয়জন সঙ্গী নিয়ে যুদ্ধে নামলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর। তার এই ছোট্ট বাহিনীই ধীরে ধীরে হয়ে উঠলো একটি বিশাল সশস্ত্র আঞ্চলিক বাহিনী। মুক্তিযুদ্ধকালে এই বাহিনীই পরিচিত হয় ওঠে আকবর বাহিনী নামে। একাত্তরে একটি বা দুটি নয়, এই বাহিনী পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে কমপক্ষে ২৭টি যুদ্ধে অংশ নেয়।
একাত্তরের রণাঙ্গনে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়া। যশোর ও ফরিদপুর জেলার বিশাল এলাকাজুড়ে দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলেছিলেন তিনি ও তার বাহিনী। মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়ার এই বাসিন্দা ১৯৫১ সালে যোগ দেন পাকিস্তান বিমান বাহিনীতে। তিনি ছিলেন বিমান বাহিনীর গ্রাউন্ড কমব্যাট ইনস্ট্রাক্টর।
পাকিস্তানিদের অশ্রাব্য গালিগালাজ আর অবজ্ঞাসুলভ ব্যবহারে এক পর্যায়ে মন বিষিয়ে ওঠে আকবরের। ১৯৫৪ সালে ইস্তফা দিয়ে চলে আসেন নিজের গ্রামের বাড়িতে। পরবর্তী সময়ে তিনি রাজনীতিতে যোগ দেন এবং শ্রীপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৫ সালে নিজ ইউনিয়ন শ্রীকোলের চেয়ারম্যান নির্বাচিত হন আকবর।
একাত্তরের এই বীর সেনা তার স্মৃতিকথায় লিখেছেন, মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্পটি বন্ধ হয়ে গেলে নিজ এলাকার নিরীহ মানুষকে রক্ষার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন তিনি। মে মাসের দিকে তার বাহিনীতে ছিলেন ৭০ জন যোদ্ধা। আর অস্ত্র বলতে ছিল মাত্র ২৪টি রাইফেল। এই অস্ত্র নিয়েই রাত জেগে তারা পাহারা দিতে থাকেন গ্রামগুলোতে। ওই সময় তাকে স্থানীয় ডাকাত দলের বিরুদ্ধেও লড়তে হয়েছে। সেই হিসেবে তার বাহিনীকে দুই শত্রুর মোকাবিলা করতে হয়। একদিকে ডাকাত দল, অন্যদিকে পাকিস্তানি বাহিনী। ধীরে ধীরে এই বাহিনীতে ছাত্র, আনসার, ইপিআর ও বেঙ্গল রেজিমেন্টের কিছু পলাতক সদস্য ও স্থানীয় যুবকরা যোগ দিতে থাকেন। শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের জন্য টুপিপাড়া গ্রামে ক্যাম্প খোলা হয়।
জুন মাসের দিকে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করে আকবর বাহিনী। শত্রুদের জন্য দ্রুতই আকবর বাহিনী আতঙ্কের কারণ হয়ে ওঠে। একের পর এক আক্রমণ চালিয়ে নিজ এলাকার বাইরে গড়ে ওঠা পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের ঘাঁটি গুঁড়িয়ে দেন এই বাহিনীর সাহসী যোদ্ধারা। এই বাহিনীর উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রয়েছে শ্রীপুর থানা দখল, শৈলকুপা থানা আক্রমণ, ইছাখাদা রাজাকার ক্যাম্প ও মাগুরা আনসার ক্যাম্পে হামলা, আলফাপুরের যুদ্ধ, নাকোলের যুদ্ধ, বিনোদপুর রাজাকার ক্যাম্প আক্রমণ, রাজবাড়ীর বালিয়াকান্দির রামদিয়াতে পাকিস্তানিদের সহযোগী চাঁদ খাঁর বাড়ি আক্রমণ।
শত্রুর কাছ থেকে অস্ত্রশস্ত্র ছিনিয়ে নিয়েই আকবর বাহিনী তাদের অস্ত্রের চাহিদা মিটিয়েছিল। তার বাহিনীর খাদ্য ও অন্যান্য চাহিদার জোগান দিতো স্থানীয়রা। আকবর বাহিনীর প্রধানের অন্যতম কৃতিত্ব ছিল যুদ্ধকালে শ্রীপুর থানায় বাংলাদেশ সরকারের পক্ষের বেসামরিক প্রশাসন চালু করা। মুক্তাঞ্চল হিসেবে ঘোষিত হওয়ার পর শ্রীপুর থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয় পুলিশের তৎকালীন এসআই আকরাম হোসেনকে। আকবর গরিব মুক্তিযোদ্ধাদের ৪০ টাকা করে মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থাও করেন।
আকবর বাহিনীতে সব মিলিয়ে প্রায় এক হাজার যোদ্ধা ছিলেন। যুদ্ধ পরিচালনার জন্য শ্রীপুরের চারপাশে ছোট ছোট দল তৈরি করেন আকবর। এই বাহিনীর যোদ্ধারা ঝিনাইদহের গাড়াগঞ্জ থেকে ফরিদপুরের গোয়ালন্দ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল তাদের দখলে নিয়ে আসেন। এই বাহিনীর তৎপরতার কারণে সে সময় শ্রীপুরে পাকিস্তানি বাহিনী ও রাজাকাররা কোনো ক্যাম্প স্থাপন করতে পারেনি। দুর্ধর্ষ এই বাহিনীর বীরত্বপূর্ণ লড়াইয়ের খবর প্রচারিত হতো বিবিসি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে।
মু্ক্তিযুদ্ধের প্রথম দিকে বিভিন্ন লড়াইয়ে পাকিস্তানিদের পরাজিত করে তাদের কাছ থেকে পাওয়া অস্ত্র নিয়ে নিজের বাহিনীর চাহিদা মিটিয়েছিলেন আকবর। জেনারেল ওসমানীর কাছে অস্ত্র সহয়তার জন্য আবেদনও জানিয়েছিলেন তিনি। তবে যুদ্ধের শেষ নাগাদ মাত্র একটি এলএমজি পেয়েছিলেন তিনি । মুক্তিবাহিনীর ৮ নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ মঞ্জুর এক পত্রের মাধ্যমে এই বাহিনীকে ‘শ্রীপুর বাহিনী’ ও আকবর হোসেনকে বাহিনীর অধিনায়ক হিসেবে স্বীকৃতি দেন।
আকবর হোসেন ব্যক্তিগত জীবনে খুবই ধার্মিক ছিলেন। যুদ্ধের সময়ও তার মাথায় টুপি থাকতো। অনেক সময় তাই পাকসেনারা তাকে চিনতে পারত না। একদিন আসরের নামাজের জন্য গোয়ালপাড়া ক্যানেলের পাশে অস্ত্র রেখে অজু করছিলেন আকবর। এই সময় ক্যানেল পাড়ের রাস্তা দিয়ে পাকিস্তান বাহিনীর একটি দল যাচ্ছিল। তারা অজুরত চেয়ারম্যান আকবরকে দেখলেও ইনি যে আকবর চেয়ারম্যান তা বুঝতেই পারেনি। ফলে সে যাত্রা পাকবাহিনীর নাকের ডগায় থেকেও বেঁচে যান আকবর।
আকবর বাহিনী ৭ ডিসেম্বর মাগুরা শত্রুমুক্ত করে এবং পরবর্তী সময়ে যৌথ বাহিনীর সঙ্গে ফরিদপুরে অভিযান চালায়। এই বাহিনীর ৪১ জন বীর শহীদ হয়েছেন।
একাত্তরের এই বীর সেনা স্বাধীনতা যুদ্ধে তার অসামান্য ভূমিকার জন্য কোনো খেতাব পাননি। অবশ্য এ নিয়ে আকবর হোসেনের কোনো আফসোসও ছিল না। তার সাফ জবাব ছিল ‘খেতাবের জন্য তো যুদ্ধ করিনি।’ ২০১৫ সালের ২ মে আকবর হোসেন ৮৯ বছর বয়সে ইন্তেকাল করেন। ন্যায়নীতিকে বিসর্জন দিয়ে নিজের জন্য সামান্যতম লাভ কখনো খুঁজতে যাননি এই দেশপ্রেমিক বীর। যখনই যা করেছেন সেটা এলাকাবাসীর কল্যাণেই করেছেন। শ্মশ্রুমণ্ডিত আকবর হোসেন তাই ৮৯ বছর বয়সেও হাঁটতেন মাথা উঁচু করে । তার জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করেছে, স্থানীয়দের কাছে কতটা প্রিয় ছিলেন এই সাধাসিধে মানুষটি।