
নিজস্ব প্রতিবেদক : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের স্বার্থে নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার দুপুরে ডিএমপির অ্যাডমিন বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শাহাব উদ্দীন কোরেশী স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপিতে বলা হয়, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসবেন। এদিন মিরপুর মাজার রোড থেকে ১ নাম্বার ক্রসিং পর্যন্ত সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বাস, ট্রাক, হিউম্যান হলার, থ্রি হুইলার, রিকশা, ভ্যান চলাচল বন্ধ থাকবে। এ সময়ে বিকল্প সড়ক ব্যবহার করতে হবে।
বিকল্প হিসেবে যেসব সড়ক ব্যবহার করা যাবে-
যেসব যানবাহন আশুলিয়ার দিক থেকে বেড়িবাঁধ হয়ে মিরপুরে আসবে, সেসব যানবাহনকে নবাবেরবাগ ক্রসিং থেকে বামে মোড় নিয়ে শাহআলী থানা রোড ব্যবহার করতে হবে।
যেসব যানবাহন মাজার রোড ক্রসিং হয়ে শাহআলী মাজারসংলগ্ন এলাকা অতিক্রম করবে, সেসব যানবাহনকে টেকনিক্যাল মোড় হয়ে দারুস সালাম রোড ব্যবহার করতে হবে।
যেসব যানবাহন মিরপুর-১০ নাম্বার থেকে গাবতলীর দিকে যাবে, সেসব যানবাহনকে মিরপুর-১ নাম্বার থেকে দারুস সালাম রোড হয়ে টেকনিক্যাল মোড় ব্যবহার করতে হবে।