বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাডুগুতে সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাডুগুতে সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহত হয়েছে।

রাজধানীর কেন্দ্রস্থলে স্থানীয় সময় রোববার রাত ৯টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছে অন্তত আটজন। হতাহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছে, দেশটির সরকারি কর্মকর্তারা প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বলেছেন, কাওমে এনরুমা অ্যাভিনিউয়ে একটি রেস্তোরাঁর বাইরে বসে থাকা কাস্টমারদের ওপর অতর্কিতে তিন বন্দুকধারী গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

সন্ত্রাসী হামলার পর সেনাবাহিনী নগরীর ওই জায়গাটি ঘিরে ফেলে সেখানে চলাচল বন্ধ করে দিয়েছে। এছাড়া ওয়াগাডুগুতে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

 

এই হামলার দায় কেউ স্বীকার করেনি এখনো। তবে বুরকিনা ফাসোতে আল-কায়েদা সংশ্লিষ্ট একটি সংগঠন সক্রিয় রয়েছে। তারা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের জানুয়ারিতে একই অ্যাভিনিউয়ের ওই হোটেল ও রেস্তোরাঁর কাছেই অপর একটি ক্যাফেতে সন্ত্রাসী হামলায় ৩০ জন নিহত হন। আল কায়েদা ওই হামলার দায় স্বীকার করেছিল।