বুড়িমারী স্থলবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি:শ্রমিকদের দাবি ন্যায্য মজুরী দাবীতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি পন্য লোড-আনলোড অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে ইয়ার্ড শ্রমিকরা শনিবার (৩ডিসেম্বর) দুপুর ২টা থেকে এ ধর্মঘটের ডাক দেয় বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন।এতে আমদানি-রফটা তোনি করা পণ্যবোঝাই কয়েকশ ট্রাক বন্দরের ইয়ার্ডে এবং রাস্তার দুইধারে পণ্য খালাসের অপেক্ষায় আটকা পড়ে আছে।
বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছফর উদ্দিন বলেন, ‘ঠিকারদারী প্রতিষ্ঠান ড্রাপ কমিনিউকেশন লিমিটেটের পার্টনা ও পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রহুল আমীন বাবুল সরকারের কাছে প্রতিটন পণ্য লোড ২৭টাকা ৯৫ পয়সা ও আনলোড ২৭ টাকা ৯০ পয়সা নিচ্ছেন। অথচ আমাদেরকে প্রতিটন পণ্য লোড ১৫ টাকা ৫০ পয়সা এবং আনলোড ১৫ টাকা ৫০ পয়সা দিচ্ছেন।’তিনি বলেন, ‘ন্যায্য মূল্য প্রতিটন লোড ২৫টাকা ও আনলোড ২৫ টাকা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দেন। তবে এ ন্যায্য মজুরী আদায়ে সরকারের হস্তক্ষেপ চান তিনি।’বুড়িমারি স্থলবন্দরের শ্রমিক হ্যান্ডলিং ও বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক তহিদুল ইসলাম বলেন, ‘ফল কাঁচা পণ্য হিসেবে শনিবার আমরা লোড-আনলোড করেছি। ন্যায্য মজুরীর ব্যাপারে সুরহা না হওয়া পর্যন্ত কাঁচা পণ্য কেন কোন পণ্যই লোড-আনলোড করা হবে না।’
বুড়িমারী স্থলবন্দর ব্যবহারকারী কয়েকজন আমদানি কারক ও সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী বলেন, ‘আমরা সরকারকে প্রতিটন পণ্য লোড ৪৭ টাকা ১৬ পয়সা এবং আনলোড ৪৭ টাকা ১৬ পয়সা পরিশোধ করছি। তাহলে ঠিকাদারের কারণে এ নিয়ে কেন শ্রমিকরা আন্দোলন করবে এবং ব্যবসায়িক পরিবেশ বিনষ্ট করবে। বিষয়টি দ্রুত সরকারিভাবে সমাধানে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আহবান জানান।’ভারতের ট্রাক ড্রাইভার সুনীল রায় বলেন, ‘পণ্য বোঝাই গাড়ী ইয়ার্ডে দাঁড়িয়ে আছে। শ্রমিকরা মজুরীর দাবীতে আন্দোলনে থাকায় তারা গাড়ীগুলো লোড-আনলোড করছেন না। ফলে আমরা বিপাকে পড়েছি।’
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ডিডি) মামুন কবীর তরফদার শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের কথা স্বীকার করে বলেন, ‘আমরা ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিটন পণ্য লোড ২৭ টাকা ৯৫ পয়সা ও আনলোড ২৭ টাকা ৯০ পয়সা দিচ্ছি। তিনি শ্রমিকদের সাথে চুক্তিবদ্ধ আছেন। শুনেছি প্রতিটন লোড ১৫ টাকা ৫০ পয়সা ও আনলোড ১৫ টাকা ৫০ পয়সা দিচ্ছেন। পণ্য লোড ও আনলোড বন্ধ থাকায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। আশা করি বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাবে।’এ ব্যাপারে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার রিজভী আহম্মেদ বলেন ,বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম কিছুটা বিঘœ সৃষ্টি হয়েছে। এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবেন। এ জন্য দ্রুত সমস্যা সমাধান করার তিনি দাবী জানান।এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান ড্রপ কমিউনিকেশনের পার্টনারশীপ ও পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল একাধিক বার ফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেন নি।