
নিজস্ব প্রতিবেদক : জাপান সরকারের বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার জন্য সে দেশে গেছেন ৩০ জন সরকারি কর্মকর্তা।
মঙ্গলবার সন্ধ্যায় টোকিওতে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে তাদের স্বাগত ও শুভেচ্ছা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
বুধবার জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মুহা. শিপলু জামান এ তথ্য জানিয়েছেন।
জাপানিজ গ্রান্ট এইড ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট (জেডিএস) স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে ২০০১ সাল থেকে প্রতিবছর বাছাই করে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের এ বৃত্তি দিচ্ছে।
জানা গেছে, এ পর্যন্ত ৩২৮ জন বাংলাদেশি কর্মকর্তা এ বৃত্তি পেয়েছেন। তাদের মধ্যে ২৪০ জন ইতোমধ্যে কোর্স শেষ করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতার সঙ্গে কাজ করছেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), বাংলাদেশ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সেন্টার (জাইস) এই প্রোগ্রাম বাস্তবায়ন করছে।
এ বছর জনপ্রশাসন মন্ত্রনালয়ের ৯ জন, বাংলাদেশ ব্যাংকের ১২ জন, সড়ক ও জনপথ বিভাগের ৪ জন এবং অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, গণপূর্ত বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগ ও পুলিশ থেকে ১ জন করে কর্মকর্তা জাপানের ইয়ামাগুচি, মেইজি, সুকুবা, হিতুতসুবাশি, রিতসুমিকান, হিরোশিমা, কিউশু, ইউকোহামা এবং আইইউজে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, গভর্নেন্স স্টাডিজ, ইন্টারন্যাশনাল রিলেশন, পরিবেশ বিজ্ঞান, আইন ইত্যাদি বিষয়ে দুই বছরের মাস্টার্স কোর্সে অংশ নেবেন।
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত বৃত্তিপ্রাপ্তদের বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার আহ্বান জানান। লেখাপড়ার পাশাপাশি সবাইকে তিনি জাপানি জীবন ও কর্মপদ্ধতি থেকে শিখতে এবং তা ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় কাজে প্রয়োগের পরামর্শ দেন।
দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর হাসান আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. শাহিদা আক্তার ও জাইস প্রতিনিধি নানামি হিদা। এ সময় দূতাবাসের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।