বৃথা গেল ফিরতি লেগে রোমার জয়ও

ক্রীড়া ডেস্ক : বৃথা গেল মোহাম্মদ সালেহর জোড়া গোল। বৃথা গেল ফিরতি লেগে রোমার জয়ও। দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে ল্যাজিও।

ফিরতি লেগে কাল রোমা জিতেছে ৩-২ গোলে। তবে দুই লিগে মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠেছে ল্যাজিও।

ফাইনালে ল্যাজিওর সামনে পড়তে পারে লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাস। প্রথম লেগে নাপোলিকে ৩-১ গোলে হারানো জুভিরা আজ ফিরতি লেগে মাঠে নামবে।