বৃদ্ধাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে সখিনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বুধবার সকালে বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। একই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভবনের ছাদ থেকে বৃষ্টির পানি পরাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বিরোধে সখিনা খাতুনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলালুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার রাতে বাড়ির ছাদ থেকে বৃষ্টির পানি পরাকে কেন্দ্র করে বোয়ালিয়া এলাকার দুই প্রতিবেশীর মধ্যে (চাচাতো জেঠাতো ভাই) ঝগড়া থেকে ছোটখাটো মারামারি হয়। পরে তা সামাজিকভাবে মীমাংসা করা হয়।

কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালের দিকে  সখিনার এক ছেলে দোকান থেকে রুটি কিনতে গেলে প্রতিপক্ষের এক যুবক তাকে ছুরিকাঘাত করে। এ সময় তার মা সখিনা রক্ষা করতে গেলে তাকে এবং তার অপর তিন ছেলেকেও ছুরিকাঘাত ও বেধড়ক মারধর করা হয়।

আহত চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সখিনাকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।