বৃদ্ধাকে সাহায্য করতে গিয়ে বিপত্তিতে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : এক বৃদ্ধাকে সাহায্য করতে গিয়ে বিপত্তিতে পড়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

বলিউড ছাড়িয়ে এখন হলিউডের পরিচিত মুখ প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু হলিউডে কাজ করতে গিয়ে নানা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তিনি। এ অভিজ্ঞতা শেয়ার করেছেন এই সাক্ষাৎকারে।

হলিউডে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে যাতায়াতের পথে একবার দেখি- বেশ কিছু ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধা। তখন আমি তাকে সাহায্য করার জন্য এগিয়ে যাই। জানতে চাই, আমি দু-একটা ব্যাগ বয়ে দেব কি না! আর তাতেই আত্মসম্মানে আঘাত লাগে বৃদ্ধার! তিনি বেশ কড়া করেই বলেন, ‘বয়স হয়েছে বলেই কোনো যুবতীর সাহায্য নিতে হবে, তার কোনো মানে নেই।’

এমন বিব্রতকর পরিস্থিতি ছাড়াও তাকে বর্ণবিদ্বেষেরও মুখোমুখি হতে হয়েছে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের এক টক শোতেও তাকে ছোট করার চেষ্টা করা হয়।