আন্তর্জাতিক ডেস্ক : বৃদ্ধ হওয়ার দুঃশ্চিন্তা মানুষের আয়ু কমিয়ে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রথমবারের মতো পরিচালিত জরিপে অশংগ্রহণকারীদের মধ্যে ৬০ শতাংশ জানিয়েছে, তাদের বিশ্বাস বৃদ্ধদের সম্মান করা হয় না। জরিপে ৫৭টি দেশের ৮৩ হাজার লোক অংশগ্রহণ করেছে। তাদের সবার বয়স ১৮ কিংবা তদুর্ধ্ব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ধ্যক্য ও জীবন বিষয়ক কোর্সের প্রধান জন বেয়ার্ড বলেছেন, বয়স নিয়ে ভাবনা অতি সাধারণ। ধনী দেশগুলোতে বৃদ্ধদের প্রতি নেতিবাচক ধারণা অনেক বেশি। বৃদ্ধদের প্রতি পক্ষপাতমূলক আচরণ ও নেতিবাচক ধারণা তরুণদের মধ্যেসহ সবার মধ্যে সুদূরপ্রসারী পরিণতি বয়ে আনতে পারেন বলে সতর্ক করেছেন তিনি।
বেয়ার্ড বলেনে, ‘বার্ধক্য সম্পর্কে যাদের নেতিবাচক ধারণা রয়েছে তাদের আয়ু কমে যাওয়ার ভালো প্রমাণ রয়েছে।’
সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘নিজেদের বয়স বৃদ্ধি সম্পর্কে যাদের নেতিবাচক ধারণা রয়েছে, তারা সক্ষমতা ফিরে পেতে পারে না এবং যারা ইতিবাচক ধারণা পোষন করে তাদের তুলনায় গড়ে সাড়ে সাত বছর কম বাঁচে।