ক্রীড়া ডেস্ক : বৃষ্টির কারণে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আউটফিল্ড ভেজা থাকায় আজ খেলা অনুষ্ঠিত হয়নি।
ম্যাচ শুরুর নির্ধারিত সময় থেকে ৫ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেন আম্পায়াররা। কিন্তু আউটফিল্ড খেলার উপযুক্ত মনে না হওয়ায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ।
শ্রীলঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা এবং নিউজিল্যান্ডের ক্রিস ব্রাউন শুরুতে কয়েক ঘন্টা পিছিয়ে ৩৭ ওভারে খেলা হওয়ার কথা জানিয়েছিলেন। কিন্ত অবস্থার উন্নতি না হওয়ায় সেটাও সম্ভব হয়নি।
ম্যাকলিন পার্কে ম্যাচ পরিত্যক্ত হওয়ার এটাই প্রথম কোনো ঘটনা নয়। আউটফিল্ড ভেজা হওয়ায় ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছিলেন আম্পায়াররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অকল্যান্ডে ৬ রানে নাটকীয়ভাবে হেরেছে অস্ট্রেলিয়া। কিউইদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে ভারত সফরে আসবে অসিরা।