
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জিগাতলা থেকে শাহবাগের রিকশা ভাড়া ৫০ টাকা। কিন্তু সকাল থেকে বৃষ্টির কারণে সেই ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত।
সামান্য বৃষ্টি হলেই রাজধানীর সড়কগুলো যেন চলে যায় রিকশাচালকদের দখলে। রিকশা ভাড়া নির্ধারণে কোনো নীতিমালা না থাকায় চালকেরা ইচ্ছা মতো ভাড়া আদায় করে চলেছেন।
প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানে রিকশায় বেশি ভাড়া আদায় নিয়ে চালক ও যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা হতেই থাকে।
সকালে রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড থেকে শাহবাগ আসার জন্য বাসের অপেক্ষা করছেন মোহাম্মদ হানিফ হোসেন। বাসের জন্য প্রায় ৪৫ মিনিট দাঁড়িয়ে রয়েছেন তিনি। কিন্তু বাসে ওঠার সুযোগ পাচ্ছেন না। প্রতিটি বাসেই যাত্রী বোঝাই। তাই বাধ্য হয়ে রিকশায় আসতে হবে তাকে। কিন্তু রিকশা ভাড়া শুনে তার মাথায় হাত। ৫০ টাকার ভাড়া চাচ্ছে ১০০ টাকার ও বেশি এমনটাই বলছিলেন তিনি।
তিনি বলেন, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বাসে ওঠার অনেক চেষ্টা করেও পারিনি। রিকশায় যাব তাও এত ভাড়া। বৃষ্টি হলেই রিকশা ভাড়া বেড়ে যায়।
তিনি বলেন, বৃষ্টিতে ভাড়া বেশি নেবে এটা এখন আমাদের কাছে স্বাভাবিক মনে হয়। কিন্তু অস্বাভাবিকভাবে ভাড়া নিচ্ছে তারা। অন্যান্য দিনের তুলনায় আজ মনে হচ্ছে একটু বেশিই ভাড়া আদায় করা হচ্ছে।
রাজধানীর নিউমার্কেট থেকে মতিঝিলে যাবেন আফরিন জাহান। তিনি বলেন, বাসা থেকে বের হয়েই পড়তে হয়েছে দুর্ভোগে। বৃষ্টির কারণে কোনো রিকশা পাওয়া যাচ্ছিল না। কেউ রাজি হলেও দ্বিগুণ ভাড়া চান। ৭০ টাকার ভাড়া ১২০ থেকে ১৩০ টাকা।
কথা হয় রিকশাচালক আবদুল মতিনের সঙ্গে। তিনি বলেন, ভাড়া বেশি চাচ্ছি কারণ সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে যাত্রী আনা নেওয়া করছি। বৃষ্টির মধ্যে রিকশা চালানো অনেক কষ্টের। রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে আছে। সেই পানির মধ্যে দিয়ে আমাদের রিকশা চালাতে হয়। তা ছাড়া বৃষ্টিতে ভিজে আমাদের জ্বরও হয় মাঝে মধ্যে। তাই ভাড়া বেশি নিচ্ছি স্বাভাবিক দিনের তুলনায়।
এদিকে সকাল থেকে বৃষ্টির কারণে গণপরিবহন সংকটও চোখে পড়েছে। যার কারণে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।