
নিজস্ব প্রতিবেদক : সারা দেশে স্কুল-কলেজ বন্ধ ঘোষণার পরও বৃষ্টি উপেক্ষা করে সড়কে অবস্থান করছে শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবি ও বাস চাপায় দুই শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় চালকের ফাঁসিসহ নয় দফা দাবিতে বৃহস্পতিবার পঞ্চম দিনের মত সড়ক অবরোধ করেছে তারা। বৃহস্পতিবার সকাল থেকেই স্কুল কলেজের ইউনিফর্ম পরে রাস্তায় নামতে শুরু করে শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, লালমাটিয়া, মৌচাক, উত্তরা, মতিঝিলসহ প্রায় ২০টি পয়েন্টে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। যানবাহন থামিয়ে চালকের লাইসেন্স ও গাড়ির ফিটনেসের কাগজ আছে কি না, তা পরীক্ষা করছে তারা। যেসব চালকের কাছে বৈধ লাইসেন্স পাওয়া যাচ্ছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের বিক্ষোভ, অবস্থান কর্মসূচির ফলে সড়কে রয়েছে গণপরিবহন সঙ্কট। পরিবহন মালিকরাও বৃহস্পতিবার সকাল থেকে বাস ছাড়ছেন না। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। উত্তরার আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড অবরোধ করেছে পাইওনিয়ার কলেজ, আলহাজ মকবুল হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। এদিকে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার সারা দেশে সব স্কুর ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এই বন্ধের ঘোষণা বুধবার রাতে দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। প্রসঙ্গত, ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিম নিহত হন।