বৃষ্টি শেষে কনসার্ট শুরু, মঞ্চ মাতাচ্ছেন মমতাজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত মুজিববর্ষের কনসার্ট বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর অবশেষে সোয়া আটটার দিকে আবারো শুরু হয়েছে। এই মুহূর্তে দ্বিতীয় দফায় মঞ্চ মাতাচ্ছেন মমতাজ।

জানা গেছে, এরপরই মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পারফর্ম করবেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান।

এদিকে, মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে কনসার্ট শুরু হলে জনপ্রিয় ব্যান্ড মাইলস ও মমতাজ পারফর্ম করেন। মাগরিবের নামাজের বিরতির পরই এ আর রহমানের স্টেজে ওঠার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল সব আয়োজন। তবে শেষমেশ পাওয়া গেল সুখবর। বৃষ্টি কমে আসতেই আবারও সুরের ছন্দে ভেসে যাওয়ার সুযোগ পেল গ্যালারিভর্তি দর্শক।