
নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে বৃহস্পতিবারও প্রচণ্ড যানজট হতে পারে বলে আশঙ্কা করছেন নগরবাসী। এ দিনটিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করবে। অন্যদিকে বিএনপি পালন করবে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে।
দুটি দলই পৃথক পৃথক কর্মসূচি দেওয়ায় এই যানজটের আশংকা করা হচ্ছে।
বুধবার বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি রাজধানীতে শোভাযাত্রা করায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় ঠায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। এতে লোকজন চরম ভোগান্তিতে পড়েন।
ছাত্রলীগের শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে শাহবাগ, মৎস্য ভবন, প্রেসক্লাব, পল্টন, জিরোপয়েন্ট হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এতে রাজধানী জুড়ে যানজট বেধে যায়।
বৃহস্পতিবার রাজধানীতে দুটি স্পটে কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো যৌথ ও বর্ধিত সভার মাধ্যমে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে। দলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তির দিন বৃহস্পতিবার দেশব্যাপী ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন করবে। এই উপলক্ষে সংগঠনের জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর ৫ জানুয়ারি বিকেল ৩ টায় রাজধানীর রাসেল স্কয়ারে সমাবেশ ও বিজয় র্যালি করবে। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ প্রাঙ্গণে সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হবে।
রাসেল স্কয়ারের সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতউল্লাহ। সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিম-লীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। আর সভা পরিচালনা করবেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান।
অন্যদিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত। সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ। সভা পরিচালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
এদিকে বিএনপি ৫ জানুয়ারি সারাদেশে কালো পতাকা মিছিল ও কালো ব্যাজ ধারণ করার কর্মসূচি দিয়েছে। গত শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপি চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বৃহস্পতিবার জিয়া চেরিটেবল ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে যাবেন বলে বিএনপির প্রেস উইং সূত্র নিশ্চিত করেছে।
এসব কারণে রাজধানীবাসী দুপুর থেকেই তীব্র যানজট এবং ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন।