বিশেষ প্রতিবেদকঃ একাদশ সংসদের অষ্টম অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের বাজেট বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপস্থাপন করা হবে। এরপরই জাতীয় পার্টির পক্ষ থেকে বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
বুধবার (১০ জুন) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ১১ জুন বিকেলে অধিবেশন শেষ হলেই জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে গণমাধ্যম কর্মীদের সামনে বাজেট নিয়ে কথা বলবেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সংবাদ সম্মেলনে বাজেটের ওপর দলের মতামত তুলে ধরা হবে।


