প্রযুক্তি ডেস্ক: বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ল্যাপটপ মেলায় ১৬ হাজার চারশ’ ৯৯ টাকায় ল্যাপটপ পাওয়া যাবে। সর্বাধুনিক প্রযুক্তির ল্যাপটপটি দেশে বাজারজাত করছে সুরভী এন্টারপ্রাইজ বাংলাদেশ লিমিটেড। মেলার ১৬ নম্বর স্টলে ক্রেতারা এই স্বল্পমূল্যের ল্যাপটপটি কেনার সুযোগ পাবেন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্বল্পমূল্যের স্লিম ল্যাপটপটি ইন্টেল কোয়াড কোর ও উইন্ডোজ ১০ সমৃদ্ধ। শিক্ষার্থী ও কর্পোরেট এক্সিকিউটিভদের জন্য বিশেষভাবে তৈরি এই ল্যাপটপ সহজে বহনযোগ্য। এর ওজন মাত্র ১.৫৫ কেজি। ১৭.৯ মি. মি পুরুত্ব, আর্কষণীয় ডিজাইনের, স্লিম, স্বচ্ছ ও সম্পূর্ণ এইচডি কোয়ালিটির ডিসপ্লে সংযুক্ত ল্যাপটপটির রয়েছে গ্রে, সিলভার ও গোল্ডেন রঙের। ল্যাপটপটিতে রয়েছে ইউএসবি পোর্ট টু, এইচডিএমআই ও এসডি পোর্ট সুবিধা। এ ছাড়াও রয়েছে কার্ড পোর্ট, কী-বোর্ড, টাচপ্যাড।
আই-লাইফ জেড এয়ার ল্যাপটপে তারবিহীন সংযোগ সুবিধার পাশাপাশি তিন গুন দ্রুত গতির ৩২ জিবি এসএসডি হার্ডডিস্ক সুবিধা রয়েছে, যা ১২৮জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন। ১৪ ইঞ্চির এই ল্যাপটপটির ব্যাটারি আপনাকে দেবে দশ ঘণ্টার ব্যাকআপ সুবিধা।