বৃহস্পতিবার বিক্ষোভ সিপিবি-বাসদের

নিজস্ব প্রতিবেদক : গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা করার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি ঘোষণা করে সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স।

কর্মসূচির মধ্যে রয়েছে- বৃহস্পতিবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ, বৃহস্পতিবার থেকে ১৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন রাজধানীকে বিক্ষোভ কর্মসূচি পালন। আগামী ১৫ এপ্রিল রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ কর্মসুচি পালন করা হবে।

সিপিবি নেতা বলেন, জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে সরকারের ন্যূনতম মানবিকতাবোধ থাকলে আন্দোলনকারীদের কাছে জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিনিধি পাঠাতে পারত। আলোচনা করে তারা কর্মসূচি স্থগিত করতে পারত। কিন্তু তারা তা না করে পুলিশ দিয়ে আন্দোলনকারীদের ওপর জল কামানের পানি, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে। হামলায় ৪০-৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবি জানান তিনি।

ডিএমপির রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার নাবিদ কামাল বলেন, কর্মসূচিটি প্রথমে শান্তিপূর্ণ ছিল। লিংকরোডে পুলিশ ব্যারিকেড দিলে আন্দোলনকারীরা সাধারণ মানুষের গাড়ি ভাঙচুর করেন। তারা পুলিশের ওপর হামলা করেন। তখন ব্যবস্থা নিতে বাধ্য হয় পুলিশ।

এদিকে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে দায়িত্ব পালনকালে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছে। এর মধ্যে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবডি ডটকমের সিনিয়র ফটো সাংবাদিক আব্দুল আলিম ভূইয়া (শাহীন) আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন আছেন।

এর আগে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি-বাসদ এর ঘেরাও পূর্ব সমাবেশে বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, সিপিবি নেতা ডা. সাজেদুল হক রুবেল। সমাবেশ পরিচালনা করেন সিপিবি নেতা আব্দুল্লাহ ক্বাফী রতন।

সমাবেশ থেকে অবিলম্বে গ্যাসের দাম কমানোর আহ্বান জানিয়ে বলা হয়, দাম না কমানো পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশে কমরেড খালেকুজ্জামান বলেন, সরকার অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধি করেছে। এলপিজি এবং এলএনজি কোম্পানির মালিকদের স্বার্থে গ্যাসের এই দাম বৃদ্ধি করা হয়। ২৮ ফেব্রুয়ারি হরতালের মধ্য দিয়ে জনগণ সরকারকে জানিয়ে দিয়েছে তারা এই দাম বৃদ্ধি মানবে না। কিন্তু সরকার জনগণের আকাঙ্খার তোয়াক্কা না করে অগণতান্ত্রিকভাবে তার সিদ্ধান্তে অটল রয়েছে। আন্দোলনের মধ্য দিয়ে ভোটারবিহীন নির্বাচনের এই সরকারকে জনগণ বাধ্য করবে গ্যাস-বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার করতে।

সিপিবি সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, আওয়ামী লীগের লুটেরা ধনীগোষ্ঠীদের সুবিধা করে দিতেই দফায় দফা গ্যাসের দাম বৃদ্ধি করছে। লড়াইয়ের মাধ্যমে জনগণ সরকারের লুটপাট প্রতিহত করবে।