
নিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার ২০১৮-১৯ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। উত্থাপিত বাজেট নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যগণ। তাদের বাজেট বক্তৃতায় সহযোগিতার জন্য প্রতিবছরের ন্যায় এ বছরও বাজেট হেল্প ডেস্ক চালু করা হয়েছে। বাজেট বিষয়ে তথ্যসম্বলিত, গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় এ হেল্প ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। বুধবার সংসদ ভবনের উত্তর-পূর্ব ব্লকের ৩য় লেভেলে অবস্থিত নোটিশ অফিসের সামনে বাজেট হেল্প ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, সংসদে বক্তৃতা প্রদানের পূর্বে সংসদ সদস্যবৃন্দ এ হেল্প ডেস্ক থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করতে পারবেন। সংসদে তাদের বাজেট বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা রাখবে।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, হুইপ মো. শহীদুজ্জামান সরকার, হুইপ মো. শাহাব উদ্দিন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, ওয়াসিকা আয়শা খান এমপি এবং জাতীয় সংসদের সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।