বেক্সিট প্রক্রিয়ার পদে পদে বিরোধীরা বাধার সৃষ্টি করছে

আন্তর্জাতিক ডেস্ক : বিরোধীদের ঘাড়ে দায় চাপিয়ে আগাম নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

তিনি অভিযোগ করেছেন, বেক্সিট প্রক্রিয়ার পদে পদে বিরোধীরা বাধার সৃষ্টি করছে এবং ভবিষ্যতে কঠোরভাবে বাধা দেওয়ার হুমকি দিচ্ছে। ফলে তারা যেন এ সুযোগ না পায়, সেজন্য আগাম নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার মন্ত্রিসভা।

মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে ৮ জুন আগাম নির্বাচন আয়োজনের ঘোষণা দেন থেরেসা মে। অবশ্য হাউস অব কমন্সে বুধবার এ-বিষয়ক প্রস্তাবে ভোটাভুটি হবে এবং ভোটে জিতলেই কেবল ৮ জুন নির্বাচন হবে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের পর তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করেন এবং ক্ষমতায় আসনে থেরেসা মে। তার দাবি, ব্রেক্সিটের ম্যানডেট বাস্তবায়নে তার সরকার কাজ করে যাচ্ছে।

যুক্তরাজ্যের সঙ্গে ইউরোপের অন্যান্য দেশের সুসম্পর্ক স্থাপন করে দেশকে এগিয়ে নিতে কাজ করছেন দাবি করে থেরেসা মে বলেন, এটিই সঠিক পদক্ষেপ এবং জাতীয় স্বার্থ। কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো এর বিরোধিতা করছে।

তিনি মনে করেন, ওয়েস্টমিন্সটারে এখন নিবিড় ঐক্যের প্রয়োজন। কিন্তু সেখানে মারাত্মক বিভক্তি। দেশের মানুষের মধ্যে একতা থাকলেও সেখানে তা নেই।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবার পার্টি হুমকি দিয়ে যাচ্ছে, ইইউয়ের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিরোধিতা করবে তারা। লিবারেল ডেমোক্র্যাটরা মধ্যপন্থা গ্রহণ করছে। স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) হুমকি দিয়েছে, যুক্তরাজ্যের ইইউর সদস্যপদ বাতিলের চূড়ান্ত চুক্তির বিপক্ষে ভোট দেবে তারা। এ ছাড়া হাউস অব লর্ডসের অনির্বাচিত সদস্যরা আমাদের সঙ্গে প্রতি পদক্ষেপে লড়াই করার ঘোষণা দিয়েছে।

থেরেসা মে বলেছেন, আমাদের বিরোধীরা মনে করে, সংখ্যাগরিষ্ঠতার পাল্লা ছোট হওয়ায় তারা চাপ প্রয়োগ করে তাদের উদ্দেশ্য হাসিল করে নেবে। কিন্তু তারা ভুল ভাবছে।

ওয়েস্টমিন্সটারে বিভক্তি ব্রেক্সিট প্রক্রিয়া সফল হওয়ার ক্ষেত্রে ঝুঁকি বাড়াবে এবং তা দেশে অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা তৈরি করে ক্ষতির কারণ হবে।

পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে মে বলেন, ফলে আমাদের একটি সাধারণ নির্বাচন প্রয়োজন এবং তা এখনই প্রয়োজন।

বিরোধীদের ঘাড়ে দায় চাপালেও আগাম নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন লেবার পার্টির প্রধান জেরেমি করবিন। তিনি বলেছেন, অর্থনৈতিক পুনর্নির্মাণ, জীবনমানের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে ব্যর্থ সরকারের বিরুদ্ধে নতুন নির্বাচনে জনগণের সামনে উত্তম বিকল্প ব্যবস্থা হাজির করবেন তারা।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।