বেগমগঞ্জে ডাকাতির ঘটনায় ৭ ডাকাতসহ ৮ জনকে গ্রেফতার

জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মিরওয়ারিশপুরে ডাকাতির ঘটনায় ৭ ডাকাতসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র এবং লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার করা হয়।  শুক্রবার বেলা ১১টায় বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ জানায়, বেগমগঞ্জ মডেল থানার পাশে সিরাজ মিয়ার বাড়ির রুহুল আমিন মিয়ার টিনশেড ঘরের ভেতর অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ডাকাত লোকজনদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ডাকাতি করে।

পরে থানায় অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারদের মধ্যে ২ জনের স্বীকারোক্তিতে জানা যায়, সদর উপজেলার পশ্চিম মাইজচরার কামাল (৪৩) ডাকাতির মূল পরিকল্পনাকারী ও সর্দার।

এ তথ্যের ভিত্তিতে ডাকাত সর্দার কামাল এবং তার সহযোগীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। পরে গত ২৯ জুন রাত ৩টায় বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের একটি বাড়িতে ফের ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার তদন্ত করতে গিয়ে ডাকাত কামালের সংশ্লিষ্টতা পাওয়া যায়।